আজ বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মহান বিজয় দিবসের দৃঢ় প্রত্যয়ে হৃদয়ে ৭১-এর বিভিন্ন কর্মসূচী গৃহীত

editor
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৪, ০৩:৪২ অপরাহ্ণ

Sharing is caring!

Manual5 Ad Code

শাহ ফারুক আহমেদ, লন্ডন থেকে

Manual7 Ad Code

বাঙালী জাতীয়তাবাদের ভিত্তিতে মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষন করে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের সূর্য-শপথ নিয়ে অনুষ্ঠিত হলো হৃদয়ে ৭১ (71@HEART)-এর এক পরামর্শ সভা।

সোমবার (২৫ নভেম্বর) বিকালে পূর্বলন্ডনের একটি কমিউনিটি হলে বিলাতের শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, পেশজীবি, মুক্তিযোদ্ধা তথা সমগ্র প্রবাসী বাঙ্গালীদের নিয়ে গঠিত “হৃদয়ে ৭১”-এর আয়োজনে এই পরামর্শ সভা অনুষ্টিত হয়।

সভায় শুরুতেই বিশিষ্ট কমিনিটি নেতা ও বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান উপস্তিত সবাইকে স্বাগত জানান এবং হৃদয়ে ৭১-এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে নাতিদীর্ঘ স্বাগত বক্তব্য রাখেন।

দেওয়ান গৌস সুলতান বলেন,“ ৩০ লক্ষ শহীদের রক্তদান ও তিন লক্ষাধিক বীরাঙ্গনার ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বপ্নের সোনার বাংলা আজ মহা সংকটের মধ্য দিয়ে দিন যাপন করছে। একটি সমৃদ্ধ দেশ গড়াই আমাদের স্বপ্ন। আমাদের লাল সবুজের এ পতাকা, আমাদের জাতীয় সঙ্গীত আমরা কোনভাবে এসব গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য ম্লান হতে দিতে পারিনা।আমাদের উদ্দেশ্য পরিস্কার – বাংলাদেশের গৌরবময় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষন ও ধারন করে আমরা অগ্রসর হতে চাই।”

বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতানের সঞ্চালনায় সভায় বিভিন্ন শ্রেনী পেশার গুনিজন বিভিন্ন সুপরামর্শ ও গঠনমূলক বক্তব্য দিয়ে প্রবাসীদের এই প্ল্যাটফর্মটিকে গতিশীল ও শক্তিশালী করার জন্য বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

Manual6 Ad Code

আরো বক্তব্য রাখেন ডক্টর রোয়াব উদ্দীন, ডক্টর আজিজুল আম্বিয়া, রাবেয়া জামান জোস্না, অ্যাডভোকেট মুজিবুর হক মনি, মুর্শিদ উদ্দীন আহমদ, কাউন্সিলার শাম ইসলাম, কাউন্সিলার শেরওয়ান চৌধুরী, আবু হোসেন, ধনন্জয় পাল, আবদুর রাজ্জাক মোল্লা, নজরুল ইসলাম ওকিব, শাহাব আহমদ বাচ্চু, হারাধন ভৌমিক, আলীমুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ইনামুল হক, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান , শাহাদাত আলী সুমিম, লিপি ফেরদৌসী,জলিল চৌধুরী, মনিরুজ্জামান, মিফাতুল নুর, লিপি হালদার,শামসুর সুমেল, শাহ ফারুক আহমদ প্রমুখ ।

Manual5 Ad Code

Manual8 Ad Code

সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়:
১। (আগামী) বিজয়ের মাসের প্রথম দিন ১ ডিসেম্বর থেকে 71@HEART নামে একটি ফেইসবুক ( Face book) গ্রূপ খোলা হবে। জনপ্রিয় এই যোগাযোগ মাধ্যমে সকলকে গঠনমূলক লিখা দেবার ও সে সব লেখা শেয়ার করার অনুরোধ জানান হয়। এ গ্রুপে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস স্মৃতিমূলক লিখা বাংলা বা ইংরেজিতে লিখতে পারেন।
২। আগামী ১৬ ডিসেন্বর হাজার বছরের পরাধীনতার শৃংখল মুক্তির একটি শ্রেষ্ঠদিন – আমাদের মহান বিজয় দিবস। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬ ঘঠিকার সময় পূর্ব লন্ডনের ( আলতাব আলী পার্ক ) শহীদ মিনারে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সমাবেশ, সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন করা হবে।
৩। বাংলাদেশের বর্তমান সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক দূর্যোগ, অব্যবস্থা, আইন-শৃংখলার অবনতি এবং অসাংবিধানিক অবস্থা থেকে উত্তরনের লক্ষ্যে বৃটেনের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও বিভিন্ন দলের এমপিকে এবং আন্তর্জাতিক মানবাধিকার রক্ষাকারী প্রতিষ্ঠান সমুহকে অবহিত করা এবং বর্তমান অগণতান্ত্রিক ব্যবস্থা থেকে নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক সাংবিধানিক সরকার প্রবর্তনের লক্ষ্যে আন্তর্জাতিক জনমত গড়ে তোলার কার্যক্রম গ্রহণ করা হবে।
৪। সভায় আরোও কিছু পরামর্শ আসে যেসব অদুর ভবিষ্যতে আরো বড় কার্যক্রম গ্রহণ করে বাস্তবায়নের জন্য বিবেচনায় রাখা হয়।
৫। আমাদের হোয়াটসআ্যাপ গ্রুপ (71@HEART)-এ সদস্য সংখ্যা আরও বাড়ানোর জন্য বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে যোগাযোগ করে সদস্য সংখ্যা বৃদ্ধির চেষ্টা করা হবে।

পরিশেষে বিশেষকরে এই খারাপ আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক সুধিজনের উপস্থিতির জন্য সবাইকে বিশেষ ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

Manual1 Ad Code
Manual6 Ad Code