আজ শনিবার, ৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্দ্যোগে গ্রীষ্মকালীন বিনোদন বনভোজন অনুষ্ঠিত

editor
প্রকাশিত আগস্ট ৮, ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ণ
বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্দ্যোগে গ্রীষ্মকালীন বিনোদন বনভোজন অনুষ্ঠিত

Sharing is caring!

বদরুল মনসুর,

 

প্রবাসের শৃঙ্খলিত জীবনের কর্মব্যস্ততাকে মাড়িয়ে, সাড়া বিশ্বের ন্যায় বৃটেনে এখন ধুমধাম চলছে গ্রীষ্মকালীন বনভোজন। পিকনিক স্পটে হই হুল্লোড়-আনন্দের মাখামাখিতে রোমাঞ্চিত প্রবাসীরা।

 

একদিনের ভ্রমণ বা ডে ট্রিপ (Day Trip) অথবা একদিনের ট্যুর হচ্ছে, কাছাকাছি কোনো গন্তব্যে সকাল থেকে সন্ধ্যার মধ্যে ঘুরে আসার চমৎকার উপায়।

 

কমিউনিটির একে অন্যের সাথে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বিশ্বাস ও আস্থাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে গত ৭ ই আগষ্ট ইংল্যান্ডের ওয়েষ্ট মিডল্যান্ডস সাফারি পার্কে কোচ বহরে এক ফ্যামিলি ডে ট্রিপ এর আয়োজন করেছে বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন।

বিভিন্ন পরিবার থেকে আনা যেমন – বিরিয়ানি, পিয়াজি,সন্দেশ, সালাদ, ফল, বিভিন্ন ধরনের ড্রিজাট, এবং মিষ্টি সহ নানা ধরনের মজাদার খাবার আনন্দঘন পরিবেশে একে অন্যের সাথে ভাগাভাগি করার দৃশ্য এ যেনো এক প্রাণের বন্ধন।

মহাণ আল্লাহু রাব্বুল আলামিনের সৃষ্টির বহু নিদর্শন দেখতে পারা সহ  সবাই স্বপরিবারে সুন্দর ও কোয়াালিটি সময় পার করেছেন,,

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারপার্সন কমিউনিটি লিডার আব্দুল হান্নান শহীদুল্লাহ্ এর সভাপতিত্বে এবং সংগঠন এর জেনারেল সেক্রেটারি  এম আসকর আলীর পরিচালনায় পিকনিক স্পটে উৎসবের আনন্দ সভায়  বক্তব্য রাখেন ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর বিশিষ্ট সাংবাদিক  মোহাম্মদ মকিস মনসুর, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, ওয়েলফেয়ার এর ডিরেক্টর নজির উদ্দিন,কার্ডিফ  বাংলা অনলাইনের সম্পাদক ক্বারী মোজাম্মেল আলী, কমিউনিটি ব্যাক্তিত্ব আব্দুল আহাদ মিয়া, মাওলানা হারুনুর রশিদ, ফটো সাংবাদিক সেবুল আলী, আব্দুল মোত্তালিব, ও কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট অব মৌলভীবাজার এর ফাউন্ডার্স ডিরেক্টর  রকিব উজ্জামান মনসুর, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

একটি চমৎকার এবং স্মরণীয় দিন ছিলো বলে   অভিমত ব্যাক্ত করে অংশগ্রহণকারীরা ওয়েলফেয়ার এর নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

ইউকে কার্ডিফ বাংলা স্কুল কমিটির সেক্রেটারি ও ওয়েলস বাংলা নিউজ এর সম্পাদক মোহাম্মদ মকিস মনসুর বলেন, ব্রিটেনের সামার হলিডের আমেজের শুরুতে নির্মল প্রাকৃতিক সৌন্দর্য ও অনাবিল আনন্দ উপভোগ করতে এ ধরনের আয়োজন খুবই প্রশংসনীয় উদ্দ্যোগ বলে উল্লেখ করে কর্মব্যস্ততার ক্লান্তি থেকে মুক্তি ও সবাইকে কিছুটা আনন্দ দিতে বিপুল সংখ্যক প্রবাসীদের স্বতস্ফূর্ত এক মিলন মেলায় পরিনত হয় আজকের বার্ষিক বনভোজন।

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারপার্সন আব্দুল হান্নান শহীদুল্লাহ্  বলেন বনভোজন বা পিকনিক একটি আনন্দদায়ক এবং সামাজিক কার্যকলাপ, যা মানুষের মধ্যে সম্পর্ক দৃঢ় করে এবং মানসিক শান্তি এনে দেয় এজন্য প্রতিবছরের মতো এবারকারকার  চমৎকার আয়োজনে যারা সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি আগামী দিনের ওয়েলফেয়ার এর প্রতিটি অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এম আসকর আলী ও অন্যতম ডিরেক্টর শেখ মোহাম্মদ আনোয়ার বলেন আমাদের ঐতিহ্যবাহী সংগঠনটি  প্রতিষ্ঠার পর থেকে যাবত এই ধরনের আয়োজন করে যাচ্ছে।আমাদের উদ্দেশ্য যান্ত্রিক জীবনে কিছু মুহূর্ত নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি এবং  ভ্রাতৃত্ববোধ তৈরি করা।

একটি চমৎকার এবং স্মরণীয় দিন ছিলো বলে   অভিমত ব্যাক্ত করে অংশগ্রহণকারী পুরুষ ও নারীরা

ওয়েলফেয়ার এর নেতৃবৃন্দকে এই সুন্দর আয়োজন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

মোহাম্মদ বদরুল হক মনসুর, মনসুর মিডিয়া,কার্ডিফ, ওয়েলস, ইউকে, ৮ই আগষ্ট ২০২৫ ইংরেজি।