ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের জালালিয়া মসজিদে দারুল ক্বিরাত-২০২৫ এর ফলাফল,সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৩ আগস্ট শনিবার বিপুল সংখ্যক মুসল্লিদের উপস্থিতিতে আনন্দগণ পরিবেশে খুবই জাঁকজমকপূর্ণ ভাবে সম্পন্ন হয়।
দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকের অনুমোদিত কার্ডিফ শাখার প্রধান ক্বারী ও নাজিম,জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে, কার্ডিফ বাংলা অনলাইনের সম্পাদক ও শাখার শিক্ষক ক্বারী মোঃ মোজাম্মেল আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি জেনারেল মুফতি মাওলানা আশরাফুর রহমান। সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের নির্বাহী পরিদর্শক মাওলানা এনামুল হক।
প্রথমে কুরআন তেলাওয়াত করেন সুরা জামাতের শিক্ষার্থী হোসেইন আলী ও নাশিদ পরিবেশন করেন হুমায়রা চৌধুরী শানা।
বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, শাহজালাল মসজিদের ইমাম ও খতিব কাজি মাওলানা ফয়জুর রহমান, কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসার প্রধান শিক্ষক ক্বারী মাওলানা আসাদুল ইসলাম, কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ, ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মকিস মনসুর, মসজিদ কমিটির সেক্রেটারি মুহিবুর ইসলাম মায়া।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ্ব কাপ্তান মিয়া ও সেক্রেটারি হারুন তালুকদার, আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ আনোয়ার, সেক্রেটারি আনসার মিয়া, ট্রেজারার শাহ মোঃ তাসলিম, জালালিয়া মসজিদের ট্রাস্টি সৈয়দ শামসুল হক রানু, আব্দুল শাহিন,
আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম ও জয়েন্ট সেক্রেটারি ওজিহুর রহমান, জহির আলী, জিম্মি খান,আবু সালেহ চৌধুরী মুহি, আলহাজ্ব আব্দুল হামিদ,জুনেদ চৌধুরীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জামাতে সুরা থেকে খামিছ পর্যন্ত ছয়টি ক্লাসের পরীক্ষায় উত্তীর্ণ এবং কিরাত , নাশিদ ও আজান প্রতিযোগিতা,তাজবিদ কুইজে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সার্টিফিকেট,মেডেল ও ট্রফি হাতে তুলে দেন আগত অতিথিবৃন্দ, শিক্ষক ও অভিভাবক গন।
এসময় সনদ ও পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের আনন্দে মেতে ওঠতে দেখা যায়।
সভায় প্রধান অতিথি বলেন,শুদ্ধ করে পবিত্র আল-কুরআন শিক্ষার অনন্য প্রতিষ্ঠান হচ্ছে দারুল ক্বিরাত। শুধু বাংলাদেশে নয় সমগ্র বিশ্বময় ইসলামের সঠিক আকিদার আলো ও
ইসলামী সংস্কৃতি প্রসারে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলেছে। দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক সংগঠন, যাহা ১৯৫০ সালে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি আরো বলেন,প্রতি বছরের ন্যায় এ বছর গ্রীষ্মকালীন ছুটিতে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকের তত্ত্বাবধানে ব্রিটেনের ৬৩ কেন্দ্রে প্রায় তিন সহস্রাধিক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে দারুল ক্বিরাত তথা ইনটেনসিভ তাজবীদ কোর্স ২০২৫ যথাযথভাবে গুরুত্বসহকারে প্রতিটি সেন্টার এর শ্রদ্ধেয় নাজিম মহোদয় ও দায়িত্বশীল ক্বারী এবং শিক্ষকবৃন্দ ক্লাস পরিচালনা করে আসছেন ।
বক্তারা কার্ডিফ দারুল কিরাত কর্তৃপক্ষ, মসজিদ কমিটি, অভিভাবক,দাতা সদস্য ও কমিউনিটির সকলের কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং নব প্রজন্মের সন্তানদের ইসলামী শিক্ষার জন্যে গুরুত্বারোপ করেন।
সঙকিপ্ত মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি মুফতি আশরাফুর রহমান এবং সবার জন্য শিরণি পরিবেশন করা হয়।
এবছর দারুল কিরাতে উস্তাদ হিসেবে ছিলেন-মাওলানা মুহাম্মদ আব্দুল মুকতাদির, প্রধানক্বারী ও নাজিম;হাফিজ মাওলানা ফারুক আহমদ , সহকারী নাজিম;মাওলানা আসাদুল ইসলাম;ক্বারী মোজাম্মেল আলী,ক্বারি মাও: জুবায়ের আহমদ মিনহাজ,ক্বারি মো. কামরুল ইসলাম বাবু ,হাফিজ ক্বারি জালাল উদ্দিন,হাফিজ ক্বারী মুশতাকুর রহমান মাছুম , মাওলানা তাওহিদুল হক, ক্বারী রাশেদ আহমদ।
উল্লেখ্য, এবারের জামাতে খামিসের লন্ডন ও বার্মিংহামে অনুষ্ঠিত বোর্ড পরীক্ষায় অংশ নিয়ে অত্র শাখার ৫ জন শিক্ষার্থীর মধ্যে ৪ জন কৃতকার্য হয়েছেন।