আজ সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কানাডার প্রধানমন্ত্রী শপথ নেবেন শুক্রবার

editor
প্রকাশিত মার্চ ১৩, ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ণ
কানাডার প্রধানমন্ত্রী শপথ নেবেন শুক্রবার

Sharing is caring!

Manual2 Ad Code

জাহিদ আহমেদ চৌধুরী 

Manual2 Ad Code

কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আগামীকাল শুক্রবার শপথ নেবেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। এদিন তার সঙ্গে সকালে পুরো মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

দেশটির গভর্নর জেনারেলের কার্যালয় বুধবার এ ঘোষণা দিয়েছে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কানাডার প্রধানমন্ত্রী হিসেবে প্রায় ১০ বছর ক্ষমতায় থাকার পর গেল জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। ট্রুডোর স্থলাভিষিক্ত হলে দেশটিতে নিরবচ্ছিন্ন ও দ্রুত পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন উদারপন্থী নেতা কার্নি।

Manual4 Ad Code

৫৯ বছর বয়সি মার্ক কার্নি রাজনীতিতে নবীন। রোববার বিপুল ভোটে কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা নির্বাচিত হন তিনি। দলের দেড় লাখের বেশি সদস্যের মধ্যে ৮৬ শতাংশের ভোট পেয়েছেন কার্নি।

এর আগে মার্ক কার্নি ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নরের দায়িত্ব পালন করেছেন। তিনি এমন সময় কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে দেশটিতে অস্থিরতা বিরাজ করছে।

Manual4 Ad Code

জয়ের পর সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে কার্নি বলেছেন, হকির মতো বাণিজ্যেও (যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে) জিতবে কানাডা।

Manual1 Ad Code
Manual2 Ad Code