আজ মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পূর্ব লন্ডনে কবি আজিজুল আম্বিয়ার ‘উপমা ভালোবাসার’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

editor
প্রকাশিত মে ১, ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ণ
পূর্ব লন্ডনে কবি আজিজুল আম্বিয়ার ‘উপমা ভালোবাসার’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

Sharing is caring!

Manual6 Ad Code
প্রবাসী প্রতিনিধি:
বৃটেনের পূর্ব লন্ডনে কবি আজিজুল আম্বিয়ার ‘উপমা ভালোবাসার’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণ এর সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন। অতিথি ছিলেন নিউহাম কাউন্সিলের চেয়ার ও ফার্স্ট সিটিজেন কাউন্সিলর রহিমা রহমান ও বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র মঈন কাদরী।
এটিএন বাংলার সিনিয়র প্রডিউসার উর্মি মাজহার এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কবি ও ছড়াকার ময়নূর রহমান বাবুল, ইতিহাসবিদ ফারুক আহমদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, সমাজসেবক আব্দুস সাত্তার, জালাল উদ্দিন, সাইদুর রহমান রেনু, কবি এ কে এম আবদুল্লাহ, আব্দুল আহাদ চৌধুরী প্রমুখ। অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও বই প্রকাশনা কমিটির আহ্বায়ক সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হোন। এছাড়াও ভার্চুয়ালি ভারতের কবি শুভভাগত দীশ গুপ্ত সহ আরও অনেকেই অনুষ্ঠানটিতে যোগ দেন।
সাহিত্য, সংস্কৃতি ও সমাজের বিশিষ্টজনদের প্রাণবন্ত উপস্থিতিতে স্মৃতি আজাদ, নজরুল ইসলাম অকিব, সেজুতি চৌধুরী জ্যোতি এর পরিবেশিত আবৃত্তিগুলো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানের শুরুতেই কবি আজিজুল আম্বিয়ার জীবন ও সাহিত্যকর্ম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়, যা দর্শকদের মধ্যে গভীর আগ্রহ সৃষ্টি করে।
উপস্থিত সকলের উচ্ছ্বসিত প্রশংসা আর সম্মাননায় কবি আজিজুল আম্বিয়ার সাহিত্য যাত্রার নতুন অধ্যায়ের শুরুটি হয়ে উঠল অনন্য ও গৌরবোজ্জ্বল উল্লেখ করে বক্তারা বলেন, কবি আজিজুল আম্বিয়ার কাব্যগ্রন্থ “উপমা ভালোবাসার” শুধুমাত্র ভালোবাসার নয়, বরং দেশপ্রেম, প্রবাসজীবন, মানবতা, ফিলিস্তিন সংকট ও জীবনের নানামুখী রূপ তুলে ধরা হয়েছে। সুশীল সমাজের এই বিপুল অংশগ্রহণ কবিকে নতুন উদ্যমে সাহিত্যচর্চায় অনুপ্রেরণা জোগাবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশনা কমিটির আহ্বায়ক সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর তার ভিডিও বার্তায় কবি, সাংবাদিক, সাহিত্যিক, নাট্যকার সহ নানা শ্রেণিপেশার সুধীজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলায় উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
Manual1 Ad Code
Manual7 Ad Code