আজ বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন কানাডিয়ান রাষ্ট্রদূত: সিইসি

editor
প্রকাশিত জুলাই ৮, ২০২৫, ১২:০২ অপরাহ্ণ
জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন কানাডিয়ান রাষ্ট্রদূত: সিইসি

Oplus_16908288

Sharing is caring!

Manual1 Ad Code
বিডি বাংলাঃ
জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান রাষ্ট্রদূত অজিত সিং-এ কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, তারা এখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।
মঙ্গলবার (৮ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডার রাষ্ট্রদূত অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, শেখ হাসিনার আমলে করা গত তিন নির্বাচনকে সেসব বিদেশি পর্যবেক্ষক বৈধ বলে সার্টিফিকেট দিয়েছিলেন, তাদেরকে আগামী নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না।
সিইসি বলেন, কানাডার রাষ্ট্রদূত নির্বাচন প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমরা তাকে প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানিয়েছি। ভোটের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে ভোটার সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও চলমান।
তিনি আরও বলেন, কানাডা চায়, আমরা যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে পারি। বৈঠকে এআইয়ের (আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স) মিসইউজ নিয়ে কথা হয়েছে। তারা এসব ইস্যু নিয়ে আমাদের সাজেশন দেবে।
নির্বাচন কমিশনের প্রতিশ্রুতিতে কানাডা সন্তুষ্ট হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, তারা নির্বাচনে সহযোগিতা করতে আগ্রহী। ব্যালট প্রজেক্ট বা অন্য কোনো উপায়ে সহায়তা দেওয়া হতে পারে।
আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবেন বলেও জানান তিনি। ইইউসহ বিভিন্ন দেশ ও সংস্থা ইতোমধ্যে পর্যবেক্ষণে আসার অনুমতি চেয়ে চিঠি দিয়েছে।
Manual1 Ad Code
Manual8 Ad Code