আজ বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ

editor
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫, ১০:২৪ অপরাহ্ণ
উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ

Oplus_16908288

Sharing is caring!

Manual2 Ad Code
সদরুল আইনঃ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানিয়েছে।
সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে বলেন, দুই উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের পদত্যাগের বিষয়টি নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।
এর আগে বিকালে এক সংবাদ সম্মেলনে সজীব ভূইয়া মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন। সেখানে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে।
মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।
 এই দুই উপদেষ্টা ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে যোগ দিয়েছিলেন।
 ছাত্রপ্রতিনিধি হিসেবে সরকারে থাকা  অভ্যুত্থানের আরেক পরিচিত মুখ নাহিদ ইসলাম এর আগে উপদেষ্টার পদ ছাড়েন। তার নেতৃত্বে গঠিত হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
Manual1 Ad Code
Manual4 Ad Code