আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
গণভোট নিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ভোটাররা ‘হ্যাঁ’ কিংবা ‘না’ ভোট দিলে কী পাবেন এবং কী পাবেন না—সে বিষয়ে একটি ফেসবুক পোস্ট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের দপ্তর।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ড. ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজে ‘গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে কী পাবেন আর ‘না’ ভোট দিলে কী পাবেন না—জেনে নিন’ শিরোনামে একটি ফটোকার্ড পোস্ট করা হয়। সেখানে গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট দেওয়ার সম্ভাব্য ফলাফল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে।