আজ মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পা হারালেন বাবা-মেয়ে

editor
প্রকাশিত মে ১৯, ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ণ
বাঘায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পা হারালেন বাবা-মেয়ে

Sharing is caring!

দোয়েল ,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
প্রতিদিনের মতো সকাল বেলা বাবার সাথে স্কুলে যাচ্ছিলেন ৫ বছরের শিশু কন্যা তুরায়ফা ইয়াসমিন। হঠাৎ বিপরিত দিক থেকে আসা এক বাসের সাথে হয় মুখোমুখি সংঘর্ষ।
রাজশাহীর বাঘা উপজেলার বানিয়াপাড়া এলাকায় সোমবার (১৯ মে) সকাল সোয়া ৯টার দিকে বাঘা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সুপার সনি বাস ও মোটরসাইকেলের  মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন নাটোরের লালপুর উপজেলার বেরিলাবাড়ী জামতলা গ্রামের শান্ত ইসলাম (২৪), তার স্ত্রী জামিউন বেগম (২৩) এবং তাদের ৫ বছর বয়সী শিশু কন্যা  তুরায়ফা ইয়াসমিন। জানা গেছে, আহত জামিউন বেগম অন্তঃসত্ত্বা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শান্ত ইসলাম প্রতিদিনের মতো তার মেয়েকে বাঘা উপজেলার  গ্রীন হ্যাভেন কিন্ডার গার্টেন স্কুলে নিয়ে যাচ্ছিলেন। সেদিন বিশেষ কাজে অন্তঃসত্ত্বা স্ত্রী জামিউন বেগমও তাদের সঙ্গে ছিলেন। বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা গামী সনি  বাসের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় শান্ত ইসলাম ও তার কন্যা তুরায়ফা ইয়াসমিনের ডান পা বিছিন্ন হয়ে গেছে ও জামিউন বেগমের কোমরে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা  তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিকে আটক করলেও বাসচালক পালিয়ে যায়, পরে বাঘা থানা পুলিশকে খবর দিলে পুলিশ বাসটি থানায় নিয়ে যায়।
বাঘা থানার অফিসার ইনচার্জ আ.ফ.ম আসাদুজ্জামান জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল থেকে বাস এবং আহত পরিবারের  মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে এ বিষয়ে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।