Sharing is caring!

আসাদুজ্জামান তালুকদার:
নেত্রকোণা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের আবুল ফরিদ (২৮) পায়ে শিকলবদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। সে গোবিন্দপুর হরিয়াখালী গ্রামের ভুট্টো মিয়া’র(৫৫) ছেলে।
আবুল ফরিদ গত ২/৩ বছরযাবত মানসিকভাবে ভারসাম্যহীন। তার দরিদ্র পিতামাতা নেত্রকোণার একটি বেসরকারি মানসিক চিকিৎসা কেন্দ্রে অনেক কষ্টে বেশকয়েকবার চিকিৎসা করেছেন। বর্তমানে পরিবারটি আর্থিকভাবে দুর্বল হওয়ায় আবুল ফরিদের চিকিৎসা করতে পারছে না। এদিকে চিকিৎসা সঠিক ভাবে না হওয়ায়, তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। কোনভাবে ছাড়া পেলেই সে হামলা করে বসে। এমনকি লাঠি,দা, কুড়াল যা সামনে পায় তা দিয়েই সামনের মানুষকে আঘাত করে।
সম্প্রতি, প্রতিবেশী সোনা মিয়া (৫৫) পিতা আব্দুর রহিম, আলী আহমেদ (৬০) পিতা -আতর আলী, শিশু জিসান (১০) পিতা মোঃ সোহেল মিয়া, আব্দুল খালেক (৪৫) পিতা আব্দুর সামাদ, মোঃ রতন মিয়া (৬০) পিতা মৃত সামছু তালুকদার, মোছাঃ মিতু আক্তার (২২) পিতা আলী আহমেদ সহ ২০ থেকে ২৫ জনকে পিটিয়ে আহত করেছে আবুল ফরিদ ।
এমতাবস্থায়, আবুল ফরিদের পরিবার ও পাড়া প্রতিবেশীসহ গ্রামবাসীরা সরকারি পৃষ্ঠপোষকতায় চিকিৎসার মাধ্যমে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় কিনা এব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে জানতে চাইলে নেত্রকোণা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আব্দুর রহমান রবিবার (১৩ জুলাই) সকাল সাড়ে নয়টা নাগাদ জানান, তার চিকিৎসার ব্যবস্থা করতে আমরা যথাযথ পদক্ষেপ নিব।