আজ বৃহস্পতিবার, ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ঝুলন্ত অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার 

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ণ
ঝুলন্ত অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার 

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 70?

Sharing is caring!

Manual2 Ad Code
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে  সব সময়ের মতো স্কুল থেকে বাড়ি ফিরে ভাত খেয়ে নিজ কক্ষে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে আরিফা। সন্ধ্যার পরে ঘুম থেকে না উঠায় পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরে উকি দেন তখন ভেতরে তাকে তীরের সাথে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে ওই কিশোরীর লাশ উদ্ধার করে।
বুধবার (১৭ই সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে পুলিশ এই লাশ উদ্ধার করে।
নিহত ওই কিশোরী আরিফা আক্তার (১৪)। সে উপজেলার সাগরনাল ইউনিয়নের বটনীঘাট গ্রামের মৃত আব্দুন নুর চৌধুরীর মেয়ে এবং পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, আরিফা প্রতিদিনের মত বুধবার বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফিরে ভাত খেয়ে নিজ কক্ষে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার পরে ঘুম থেকে না উঠায় অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ঘরের ভেতরে তাকে তীরের সাথে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম ভূঁইয়া বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’
Manual1 Ad Code
Manual7 Ad Code