আজ মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ১২ বছরের শিশু রহস্যজনকভাবে নিখোঁজ

editor
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৫, ০৭:২৬ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে ১২ বছরের শিশু রহস্যজনকভাবে নিখোঁজ

Sharing is caring!

Manual3 Ad Code
তাপস দাশ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের জালালিয়া রোড এলাকা থেকে ১২ বছরের এক শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। নিখোঁজের তিন দিন পার হলেও এখনো শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।
নিখোঁজ শিশুটির নাম আহমেদ চাঁদ আহমেদ (১২)। সে স্থানীয় বাসিন্দা সোহাগ মিয়া ও রেনু বেগমের পুত্র।
পরিবারের সদস্যরা জানান, গত ৭ অক্টোবর (সোমবার) বিকাল ৩টার দিকে আহমেদ চাঁদ বাড়ির পাশেই খেলতে বের হয়। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। দীর্ঘ সময় পরও ফিরে না আসায় পরিবারের লোকজন চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু কোথাও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা জানান, চাঁদ খুবই ভদ্র, মিষ্টভাষী ও পড়াশোনায় মনোযোগী ছিল। তার এমন নিখোঁজ হয়ে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না তারা।
এ ঘটনায় শিশুটির চাচা সুমন আহমেদ শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি নম্বর ৮২৮, তারিখ (৮ অক্টোবর ২০২৫) ট্র্যাকিং নাম্বার KKQXNE।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শিশুটির সন্ধানে বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে এবং তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তিনি বলেন, “আমরা শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আশা করছি দ্রুতই কোনো অগ্রগতি হবে।”
চাঁদের নিখোঁজ হওয়ার পর থেকে জালালিয়া রোড এলাকায় একধরনের শোক ও আতঙ্ক বিরাজ করছে। প্রতিবেশীরা জানিয়েছেন, চাঁদ সবার প্রিয় একটি শিশু ছিল।
স্থানীয়দের অনেকে বলছেন, “আমরা আশা করছি শিশুটি শিগগিরই সুস্থভাবে ফিরে আসবে।”
নিখোঁজ শিশুটির সন্ধান পেলে শ্রীমঙ্গল থানা অথবা শিশুটির চাচা সুমন আহমেদ (মোবাইল: ০১৭১৫-৬১২২০৯)–এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন পরিবার।
Manual1 Ad Code
Manual7 Ad Code