আজ শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বরাইয়া সমাজ কল্যান ট্রাস্টের উদ্যোগে অটো রিক্সা ও সেলাই মেশিন বিতরণ

editor
প্রকাশিত মার্চ ২৮, ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ণ
বরাইয়া সমাজ কল্যান ট্রাস্টের উদ্যোগে অটো রিক্সা ও সেলাই মেশিন বিতরণ

module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 0; ?AI_Scene: (13, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (13, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

Sharing is caring!

Manual6 Ad Code

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুরঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের বরাইয়া সমাজ কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে প্রতি বছর ন্যায় এ বছর ৩ টি অটো রিক্সা ও ৭ সেলাই মেশিন বিতরণ করা হয় দরিদ্র পরিবারকে স্থায়ী ভাবে সাবলম্বী করার জন্য।

Manual8 Ad Code

শুক্রবার (২৮ মার্চ) সকালে বরাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের সহকারী পরিচালক মোঃ মজিবুর রহমান খানের সভাপতিত্বে রাশিউদ্দিন ও ইফতেখার আহমেদ ইমনের সঞ্চালনায় অটো রিক্সা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ফ্রান্স প্রবাসী মোশারফ হোসেন বাবুল, ইউপি সদস্য জাহাঙ্গীর খান, সাবেক সদস্য রুকন খান, ইউনিয়ন জামাতের সাধারণ সম্পাদক আঃ আউয়াল ভুইয়া, বরাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে,এম, মুজিবুর রহমান বেপারী, বরাইয়া কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ খান, ওয়ার্ড জামাতের আমির আলী আকবর ভুইয়া, ট্রাস্টের উদ্যোক্তা শামীম ভুইয়া, ক্যাশিয়ার- জামাল উদ্দিন ফকির, রফিকুল ইসলাম বেপারী, চাকুরীজীবি নাসির উদ্দিন ও মোক্তাজুল ইসলাম প্রমুখ।

Manual6 Ad Code

এসময় বরাইয়া গ্রামের মৃত- নুরুল ইসলাম ভুইয়ার ছেলে শহিদুল্লা ভুইয়া, আবদুল মোতালেব ভুইয়ার ছেলে মতিউর রহমান ভুইয়া ও আশেদ সরকারের ছেলে রুবেল সরকারকে অটো রিক্সা এবং আনোয়ার হোসেন বেপারী, সুজন ভুইয়া, শফিকুল ইসলাম, হুমায়ুন ভুইয়া, জহিরুল ইসলাম, ছুরিয়া বেগম, মিয়াজ উদ্দিন শেখকে একটি করে সেলাই মেশিন দেয়া হয়।

Manual2 Ad Code

এ সময় বক্তারা বলেন- আমরা গত বছর দ্ররিদ্র পরিবারকে স্থায়ী ভাবে সাবলম্বী করার জন্য ৪ টি অটো রিক্সা বিতরণ করি। তারই ধরাবাহিকতায় এ বছর ৩ টি অটো রিক্সা ও ৭ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এই ট্রাস্টে দেশ ও প্রবাসের শতাধীক সদস্য রয়েছে তাদের সহযোগীতায়ই তৈরী হয় বরাইয়া সমাজ কল্যান টাস্ট্রের ফান্ড। যা প্রতিবছর পবিত্র ঈদ-উল ফিতরের সময় এলাকার দরিদ্র পরিবারকে স্থায়ী ভাবে সাবলম্বী করার কাজে ব্যবহার করা হয়।

Manual1 Ad Code
Manual4 Ad Code