আজ শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মোটরসাইকেল যুবকের জন্য মরণ ফাঁদ; এক মাসে দূর্ঘটনায় একই গ্রামের ৩ যুবকের মৃত্যু!

editor
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৪, ০১:১৬ অপরাহ্ণ
মোটরসাইকেল যুবকের জন্য মরণ ফাঁদ; এক মাসে দূর্ঘটনায় একই গ্রামের ৩ যুবকের মৃত্যু!

Sharing is caring!

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের নরুন গ্রামে গত এক মাসে ৩ যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু বরণ করে। ঘটনাটি ঘটেছে গাজীপুর-আজমতপুর-ইটাখোলা আঞ্চলীক মহা সড়কে। বর্তমানে মোটরসাইকেল যুবকদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর রাতে আজমতপুর চৌরাস্তা থেকে বাসায় আসার পথে গাজীপুর-আজমতপুর-ইটাখোলা আঞ্চলীক মহা সড়কের দেওতলা নামাক স্থানে পৌছলে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে এক সেনা সদস্য গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানাকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা সিএমএস হাসপাতালে রেফার্ড করেন। সেখানে ১৭ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর রবিবার সকালে মৃত্যুরণ করে।
নিহত অঞ্জন দাস (১৯) বাংলাদেশ সেনাবাহীতে চাকরী করত। সে নরুন গ্রামের বিমল দাসের ছেলে। সোমবার সকালে সেনাবাহীনির গার্ড অব অনারের পর তাকে সমাহিত করা হয়েছে।
এর আগে ১ নভেম্বর গাজীপুর-আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহা সড়কের আজমতপুর কেএন এন্টারপ্রাইজ পেট্রোল পাম্পের সামনে মোটরসাইকেল দূর্ঘটনায় একই গ্রামের মোস্তফিজুর রহমান (২০) ও নাহিদুল আকন্দ (২০) নামে দুই যুবকের মৃত্যু হয়। নিহত মোস্তাফিজুর উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের নরুন (মসজিদ পাড়া) গ্রামের সিরাজ উদ্দিন আকন্দের ছেলে ও নাহিদুল প্রবাসী রফিকুল ইসলামের ছেলে।