আজ বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিকারী মানুষ

editor
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ণ

Sharing is caring!

Manual5 Ad Code

মোস্তফা মোহাম্মদ

Manual8 Ad Code

মানুষ শিকারে যায়,
শিকারের নেশাটা আদিম,
কিশোর বেলায় বৌছি খেলার নেশায়,
পয়মন্ত যৌবনকালেও মানুষ শিকারে যায়,
লোকালয় ছেড়ে গহীন বনের ভিতর;
গাঙ-শালিকের পাখায় দিয়া হাত,
ক্রমাগত হরিণ শিকারের নেশা পায়,
নেশায় বুদ হলে মানুষ,
অবয়ব ভুলে হয়ে ওঠে বাঘ,
আর বাঘিনীরা স্বতঃস্ফূর্ত উর্বর জমিন;
হেমন্ত আসার আগে,
পায়রার ডানার আওয়াজ,
কাঁচা-ধানের কত-না সর্বনাশ;
আজ এই অবেলায়,
শিকারী দলের ঢোলক-ডঙ্কায়,
কীসের বাদন শুনি,
বাঘ-তাড়ুয়া ধ্বনি-প্রতিধ্বনি,
মুখরিত গ্রাম-গঞ্জ-জনপদ,
শিকারীর নিশানায় নগর-নটী-বেশ্যালয়;
কীসের আবাদ করছো তুমি,
জানোনা অভিমানী,
ধান-পান-সর্ষে-কলাই!
তোমার সাথে গল্পচ্ছলে,
আমি জন্মান্ধ শিকারী হয়ে যাই;
আর আমাদের রক্তের বারুদ,
পারদ গলে যাবার পর,
ধৈর্য্যের বাঁধ ভাঙা নদী,
পায় যদি দূর পাহাড়ের পাদদেশ,
অথবা কোনো এক গ্রাম,
যার নাম আজও জানা হয়নি আমার;
আমাদের অস্তিত্ব অচিন,
ক্ষুধার গ্রাস,
জমানো বরফ গলে যায়,
নদী থেকে সাগর অব্দি তুমি আর আমি,
আমাদের যৌবন-কৈশোর-বাল্যের স্মৃতি সুখ;

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code