আজ রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিকারী মানুষ

editor
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ণ
শিকারী মানুষ

Sharing is caring!

মোস্তফা মোহাম্মদ

মানুষ শিকারে যায়,
শিকারের নেশাটা আদিম,
কিশোর বেলায় বৌছি খেলার নেশায়,
পয়মন্ত যৌবনকালেও মানুষ শিকারে যায়,
লোকালয় ছেড়ে গহীন বনের ভিতর;
গাঙ-শালিকের পাখায় দিয়া হাত,
ক্রমাগত হরিণ শিকারের নেশা পায়,
নেশায় বুদ হলে মানুষ,
অবয়ব ভুলে হয়ে ওঠে বাঘ,
আর বাঘিনীরা স্বতঃস্ফূর্ত উর্বর জমিন;
হেমন্ত আসার আগে,
পায়রার ডানার আওয়াজ,
কাঁচা-ধানের কত-না সর্বনাশ;
আজ এই অবেলায়,
শিকারী দলের ঢোলক-ডঙ্কায়,
কীসের বাদন শুনি,
বাঘ-তাড়ুয়া ধ্বনি-প্রতিধ্বনি,
মুখরিত গ্রাম-গঞ্জ-জনপদ,
শিকারীর নিশানায় নগর-নটী-বেশ্যালয়;
কীসের আবাদ করছো তুমি,
জানোনা অভিমানী,
ধান-পান-সর্ষে-কলাই!
তোমার সাথে গল্পচ্ছলে,
আমি জন্মান্ধ শিকারী হয়ে যাই;
আর আমাদের রক্তের বারুদ,
পারদ গলে যাবার পর,
ধৈর্য্যের বাঁধ ভাঙা নদী,
পায় যদি দূর পাহাড়ের পাদদেশ,
অথবা কোনো এক গ্রাম,
যার নাম আজও জানা হয়নি আমার;
আমাদের অস্তিত্ব অচিন,
ক্ষুধার গ্রাস,
জমানো বরফ গলে যায়,
নদী থেকে সাগর অব্দি তুমি আর আমি,
আমাদের যৌবন-কৈশোর-বাল্যের স্মৃতি সুখ;