আজ রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শীতের আদরে কফির মগ

editor
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৫, ০৫:১৯ অপরাহ্ণ
শীতের আদরে কফির মগ

Sharing is caring!


Manual6 Ad Code
মোস্তফা মোহাম্মদ
আমি অপেক্ষায় থাকবো,
যদি বাড়ি যাও,
চলে যেও ক্ষতি নাই, ঠিকানাটা লিখে দিও,
কফির মগে চুমুক দিয়েই কাটিয়ে দিতে পারি অনন্ত কাল–তোমার চোখের তারায়;
আমি অপেক্ষায় থাকবো,
শীতের আদরমাখা চাদরে,
মুখোমুখি বসে,
চোখে চোখ রেখে খুঁজে নিবো ব্যাবিলনের শূন্য-উদ্যান,
আর মরুময় প্রান্তরের হাহাকার মাখা আমার বিশুষ্ক হৃদয়;
হিমহিম শীতের চাদর,
গলদঘর্ম হলে ক্ষতি কী?
বরফঠেলা শ্রমিক আমি,
দুই হাতে শুষে নিই তোমার বুকের আগুন,
ঠকঠক শীতের কাঁপন থেমে যায়,
তোমার উরুসন্ধির যুগল অগ্ন্যুৎপাতের বিভায়;
কফির মগে চুমুক দিয়েই যাই,
তুমি আসো নাই,
তোমার আসার কথা ছিলো আজ,
গতসন্ধ্যার মতো আজ মেট্রো ছুটে যায়,
মতিঝিল কী উত্তরায়!
তুমিহীন ফার্মগেট স্টেশন চোখে হুল ফোটায়–
নিরর্থক সাইবেরিয়ার জমাট বরফ আর তোমার ঠোঁটের ছোঁয়ায়;
Manual1 Ad Code
Manual3 Ad Code