আজ রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ বদলে যাবে সেই স্বপ্নটা সবার ভঙ্গ হয়েছে : বাঁধন

editor
প্রকাশিত জুন ৯, ২০২৫, ০২:০৫ অপরাহ্ণ
বাংলাদেশ বদলে যাবে সেই স্বপ্নটা সবার ভঙ্গ হয়েছে : বাঁধন

Sharing is caring!


Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

দেশের রাজনীতি, সামাজিক আন্দোলন ও নাগরিক প্রত্যাশা নিয়ে সাহসী ও বাস্তবধর্মী মন্তব্য করেছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বাংলাদেশ বদলে যাবে—সেই স্বপ্নটা আমাদের অনেকেরই ভেঙে গেছে।”

চলচ্চিত্র প্রচারণার ব্যস্ততা সামলেও সাংবাদিকদের প্রশ্নে স্পষ্ট করে নিজের অবস্থান তুলে ধরেন বাঁধন। তিনি বলেন, “জুলাইয়ের আন্দোলনে যারা অংশ নিয়েছিল, তাদের একটা প্রবল বিশ্বাস ছিল—বাংলাদেশ বদলাবে। কিন্তু সেই বিশ্বাস এখন ভেঙে গেছে। কারণ এটি এতটা সহজ নয়।”

Manual3 Ad Code

তিনি আরও বলেন, “আমরা চাইলেই সব বদলানো যাবে না। কারণ গোটা ব্যবস্থাটাই দুর্নীতিতে আচ্ছন্ন। সেই সিস্টেমকে ঠিক করে কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করতে সময় লাগবে। কিন্তু আমাদের সেই সময়টা নেই, আর প্রত্যাশা অনেক বেশি। এখান থেকেই হতাশা তৈরি হচ্ছে।”

তবে, হতাশার মধ্যেও আশার আলো দেখেন এই অভিনেত্রী। তিনি বলেন, “আমি এখনও স্বপ্ন দেখি—একটা সাম্যের বাংলাদেশ গঠনের। এমন এক দেশ, যেখানে মানুষ তার লিঙ্গ, ধর্ম, বর্ণ বা জাতিগত পরিচয়ের বাইরে গিয়েও নাগরিক মর্যাদা, অধিকার এবং সম্মান নিয়ে বসবাস করতে পারবে।”

শুধু পর্দায় নয়, সমাজ বাস্তবতায়ও সক্রিয় বাঁধন। তার স্পষ্ট উচ্চারণে উঠে এসেছে নতুন প্রজন্মের আশা, শঙ্কা আর লড়াইয়ের কথা। একজন শিল্পী হিসেবে তিনি নিজের দায়বদ্ধতা থেকেই সমাজের নানা অসঙ্গতি নিয়ে কথা বলেন, এবং অনেকে মনে করেন—এটাই একজন গণমাধ্যম ব্যক্তিত্বের প্রকৃত অবস্থান।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

তথ্য সুএঃ জনকণ্ঠ 

Manual1 Ad Code
Manual4 Ad Code