আজ শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ ভাস্কর্যে মুছে দেওয়া হলো শেখ মুজিবের ছবি

editor
প্রকাশিত জুলাই ১৮, ২০২৫, ১২:৩৬ অপরাহ্ণ
মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ ভাস্কর্যে মুছে দেওয়া হলো শেখ মুজিবের ছবি

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ ভাস্কর্যে মুছে দেওয়া হলো শেখ মুজিবের ছবি

Sharing is caring!

Manual1 Ad Code
নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরের নগরীর মডার্ন মোড় এলাকায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ ভাস্কর্য ‘অর্জন’ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি কালো রং দিয়ে মুছে দিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত কয়েকজন শিক্ষার্থী।
এ সময় তারা ভাস্কর্যে থাকা শেখ মুজিবের ছবিতে কালো রঙের কালি লেপন করেছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে মডার্ন মোড়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের ভাস্কর্য হিসেবে পরিচিত ‘অর্জন’ চত্বরে কয়েকজন শিক্ষার্থী জড়ো হন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন।
 পরে রংপুর সিটি করপোরেশনের গাড়িতে (বিম লিফটার) চড়ে ভাস্কর্যের উপরে থাকা শেখ মুজিবুর রহমানের ছবিটি কালো রঙের স্প্রে দিয়ে মুছে দেন তারা।
এ সময় তাদের ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরে শেখ মুজিবুর রহমান ছবি মুছে দিয়ে উল্লাস প্রকাশ করেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর ‘অর্জন’ ভাস্কর্যে থাকা শেখ মুজিবুর রহমানের জাতীয় পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। পরে ঝড়বৃষ্টি ও বাতাসে পতাকাটি সরে গেলে আগের মতোই দৃশ্যমান হয়ে পড়ে শেখ মুজিবুর রহমানের ছবি। এ নিয়ে রংপুরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এর আগে বুধবার গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এনসিপির সমাবেশে হামলা ও ভাঙচুর চালায়। এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহরে ঘটে হামলার ঘটনা।
এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষে চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ থেকে নিরাপদে খুলনায় ফেরেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
হামলার এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ এনসিপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এর রেশ কাটতে না কাটতেই রংপুরে শেখ মুজিবুরের ছবি মুছে দেওয়ার ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির যুগ্ম সদস্যসচিব রাজিমুজ্জামান হৃদয় বলেন, যতদূর জানি, জুলাইয়ের গেজেটভুক্ত কয়েকজন আহত নিজ উদ্যোগে শেখ মুজিবুর রহমানের অর্থাৎ ফ্যাসিস্টের যে প্রতীক আছে উপরে সেটাতে রং করবে। তবে ‘অর্জন’ ভাঙবে না, কারণ এটি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বহন করে।
এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর তাদের অফিসিয়াল পেজে ছবিসহ একটি পোস্ট করে। সেখানে লেখা হয় ‘গোপালগঞ্জে খবর পাঠাও—রংপুরে বাকশালি মুজিবের ছবিতে কালো রং মেখে দিয়েছে কয়েকজন জুলাই যোদ্ধা।’
এ বছরের ৫ ফেব্রুয়ারি রংপুর জেলা স্কুল মোড়ে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজ ক্যাম্পাসে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
এছাড়াও রংপুর জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন উপজেলায় থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও প্রতিকৃতি ভেঙে ফেলা হয়।
Manual1 Ad Code
Manual7 Ad Code