আজ শনিবার, ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা দিতে সরকার ব্যর্থ হয়েছে- সিলেটে ডাঃ শফিকুর রহমান 

editor
প্রকাশিত জুলাই ২৪, ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ণ
জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা দিতে সরকার ব্যর্থ হয়েছে- সিলেটে ডাঃ শফিকুর রহমান 

Sharing is caring!

মোহাম্মদ নুরুল আলম:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা দিতে সরকার ব্যর্থ হয়েছে। শহীদ পরিবারের সদস্যদের পাশেও সরকার ঠিকমতো দাঁড়ায়নি।
তিনি বলেন, আমরা সরকারে গেলে প্রথমেই আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসার নিশ্চয়তা সহ শহীদ পরিবারের পাশে দাঁড়াব।তিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, যে দল তার কর্মীদের চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে মুক্ত করতে পারে না, তাদের কাছে দেশ নিরাপদ নয়।তিনি বলেন সরকারি অব্যবস্থাপনা ও পৃষ্ঠপোষকতার অভাবে চা শিল্প রুগ্ন শিল্পে পরিণত হয়েছে। দেশের সব জায়গায় সিন্ডিকেট ও চাঁদাবাজি চলছে।
শফিকুর রহমান বলেন, একটি যুদ্ধ হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। দেশে আরেকটি যুদ্ধ হবে। আর তা হবে দুর্নীতির বিরুদ্ধে। তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে।আমরা ক্ষমতায় গেলে প্রত্যেক তরুণ তরুণীকে দেশ গড়ার কাজে গড়ে তুলব।কোন দেশ প্রভু নয় আমাদের তা উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশীদের অধিকার রক্ষায় বৈরীতা নয় সমমর্যাদার ভিত্তিতে কাজ করব।
শফিকুর রহমান প্রয়োজনীয় সংস্কার ও বিচার কার্য শেষে আগামী বছরের প্রথম দিকে নির্বাচনের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।
তিনি বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমীতে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সভায় আরো বক্তব্য রাখেন, জামায়াতের সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা আমীর মখলিছুর রহমান,জয়নাল আবেদীন, মাওলানা আব্দুস সালাম আল মাদানী,মাওলানা লুৎফর রহমান হুমায়দী,জামিল আহমদ রাজু,শামীম আহমদ,আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
সভা পরিচালনা করেন নগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী ও নায়েবে আমীর নুরুল ইসলাম বাবুল। সভায় শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আহত যোদ্ধারাও বক্তব্য রাখেন।