আজ বৃহস্পতিবার, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির অনুরোধে শহীদ মিনার ছেড়ে দিল ছাত্রদল

editor
প্রকাশিত জুলাই ৩০, ২০২৫, ১২:২৯ অপরাহ্ণ
এনসিপির অনুরোধে শহীদ মিনার ছেড়ে দিল ছাত্রদল

Oplus_16908288

Sharing is caring!

ডিজিটাল রিপোর্ট :
জুলাই অভ্যুত্থান স্মরণে ৩ আগস্টের ছাত্র সমাবেশ শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে এ সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ছাত্রদল সভাপতি জানান, যথাযথ নিয়ম মেনেই শহীদ মিনারে সমাবেশের অনুমতি পায় ছাত্রদল। তবে, এনসিপি বারবার অনুরোধ করায় উদার সংগঠন হিসেবে ছাত্রদল এনসিপির চাওয়াকে সম্মান দেখিয়েছে।
ছাত্রদলের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারের পরও সৌহার্দ্য বজায় রাখার স্বার্থে সমাবেশের স্থান পরিবর্তন করা হয় বলে জানান ছাত্রদল সভাপতি।
তবে, শাহবাগের সমাবেশের কারণে জনদুর্ভোগ হলেও সেটি নগরবাসীকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন জানান, ডাকসুর নির্বাচনের তারিখ ঘোষণা ইতিবাচক। তবে শেখ হাসিনার সহায়তাকারীদের বিচার না করে নিবাচন কতটুকু নিরপেক্ষ হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।