আজ শুক্রবার, ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

আরেকটি এক–এগারো ঘটা অস্বাভাবিক নয়: মির্জা ফখরুল

editor
প্রকাশিত জুলাই ৩১, ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ণ
আরেকটি এক–এগারো ঘটা অস্বাভাবিক নয়: মির্জা ফখরুল

Oplus_16908288

Sharing is caring!

সদরুল আইনঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সবাইকে সতর্ক থাকতে হবে। আবারও আরেকটি এক–এগারো ঘটে যাওয়া অস্বাভাবিক নয়।’
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘পিআর পদ্ধতি একটি অলিক ধারণা, দেশের মানুষ যা বোঝে না। একটি মহল এ দেশে গণতন্ত্র চলতে দিতে চায় না। এমনকি শেখ মুজিবও চায়নি।’
এ সময় তিনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের দাবি করেন। তিনি বলেন, আর দেরি করা ঠিক হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ড. মুহাম্মদ ইউনূসের সম্মান ক্ষুন্ন হতে পারে।
বিএনপির মহাসচিব বলেন, জুলাইয়ের স্পিরিট থেকে বাংলাদেশ সরে গেছে। এখন ঐক্যের জন্য নয়, এখন আমরা নিজের জন্য লড়ছি। তরুণরা এখন চাঁদার জন্য চিঠি দিচ্ছে।
এ অবস্থায় বিএনপি সংস্কার চায় জানিয়ে তিনি বলেন, সংক্ষেপেই সংস্কার করা যেত। কিন্তু সরকার সংস্কারের কথা বলে অলীক জিনিস নিয়ে আসছে। যেমন, পিআর। দেশের মানুষ যেটা বুঝেই না। এদেশে একটা মহল আছে যারা গণতন্ত্র চায় না।