আজ শনিবার, ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শুল্ক কমানোর বিষয়ে সুস্পষ্ট ঘোষণা সরকারের তরফ থেকে পাইনি: সালাহউদ্দিন

editor
প্রকাশিত আগস্ট ১, ২০২৫, ১২:২৯ অপরাহ্ণ
শুল্ক কমানোর বিষয়ে সুস্পষ্ট ঘোষণা সরকারের তরফ থেকে পাইনি: সালাহউদ্দিন

Oplus_16908288

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শুল্ক কমানোর বিষয়ে সুস্পষ্ট কোনো ঘোষণা সরকারের তরফ থেকে পাইনি। পাওয়ার পরেই আমাদের প্রতিক্রিয়া জানাবো।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ এর একটা খসড়া জাতীয় ঐকমত্য কমিশন থেকে আমাদেরকে পাঠানো হয়েছে। সেখানে জুলাই সনদ গঠনের জন্য কমিশন গঠনের আগের ইতিহাস এবং ঐতিহাসিক প্রেক্ষাপট, তারপরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও সুপারিশ– এগুলো বিস্তারিত বর্ণনা করে যে সমস্ত সুপারিশগুলো ঐক্যমত্যের ভিত্তিতে সবাই গ্রহণ করেছে।
সেই সুপারিশগুলো একত্রিত করে জুলাই সনদ প্রণীত হবে সেটি বলা আছে। এই সনদে যে প্রতিশ্রুতিগুলো উল্লিখিত থাকবে সেগুলো বাস্তবায়নের জন্য জাতীয় সংসদ গঠিত হওয়ার পরে দুই বছরের সময়সীমা ওনারা প্রস্তাব করেছেন। সেখানে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি ও অঙ্গীকার চেয়েছেন।
আমরা সেই অঙ্গীকার এবং প্রতিশ্রুতি দিয়েছি। সেটা বাস্তবায়নের পথে যে সমস্ত সাংবিধানিক সংশোধনী, অন্য আইনের সংশোধনের প্রয়োজন হবে, সেগুলো করার জন্য প্রতিশ্রুতি আমরা দিয়েছি, যেটি তারা চেয়েছেন। এই হিসাবে সেটা বাস্তবায়ন হবে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই জাতীয় সনদ এখনো স্বাক্ষরিত হয়নি। কিন্তু গতকাল পর্যন্ত সবার ঐকমত্যের ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে।
আমরা ৮২৬টি প্রস্তাবের মধ্যে ৫১টি বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। ১২৫টি প্রস্তাবে বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্নমতসহ ওখানে একমত হয়েছি। সুতরাং আশা করি সবাই এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত থাকবে, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আমাদের শক্তি হবে।
জানা গেছে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের হাটহাজারী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শন করেন দলটির জাতীয় স্থায়ী কমিটির দুই সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।
হাটহাজারী মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফী ও মাওলানা মুহাম্মদ জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন দুই নেতা। এরপর তারা মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।