আজ বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নুরের শর্টটাইম মেমোরি লস হচ্ছে: রাশেদ খাঁন

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৫, ১২:৪২ অপরাহ্ণ
নুরের শর্টটাইম মেমোরি লস হচ্ছে: রাশেদ খাঁন

Oplus_16908288

Sharing is caring!

Manual4 Ad Code
স্টাফ রিপোর্টার:
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে বিদেশে নিয়ে চিকিৎসা না দিতে একটা মহল সক্রিয়ভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
তিনি বলেন, নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তার শর্টটাইম মেমোরি লস হচ্ছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
রাশেদ খাঁন বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে।’
রাশেদ খাঁন আরও বলেন, নুর যখন কথা বলতে যাচ্ছেন, তার কথা পুরোপুরি শেষ করতে পারছেন না। অগোছালো কথা বলছেন।
দুই ঘণ্টা আগে ওষুধ খেলেও পরে ভুলে যাচ্ছেন ওষুধ খেয়েছেন কি না। কথা বলতে বলতে অনেক সময় ঘুমিয়ে পড়ছেন। পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না। নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ নেই। নুরের অবস্থা এখন পর্যন্ত আশঙ্কামুক্ত নয়।
Manual1 Ad Code
Manual5 Ad Code