আজ রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শমিতের অভিষেক, বাংলাদেশের একাদশে চমক হামজা ও ফাহামিদুল

editor
প্রকাশিত জুন ১০, ২০২৫, ০২:১৮ অপরাহ্ণ
শমিতের অভিষেক, বাংলাদেশের একাদশে চমক হামজা ও ফাহামিদুল

Oplus_16908288

Sharing is caring!


Manual6 Ad Code
ক্রীড়া প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোমের অভিষেক আজ সিঙ্গাপুরের বিপক্ষে হয়ে গেলো।
ম্যাচের আগে ধারণা থাকলেও শেষ পর্যন্ত লাল-সবুজ জার্সি গায়ে মাঠে নামলেন তিনি। একইসঙ্গে একাদশে জায়গা পেয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী ও তরুণ প্রতিভা ফাহামিদুল ইসলাম।
২৭ বছর বয়সী শমিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ২০২০ সালে কানাডার জাতীয় দলের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।
দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকলেও বর্তমানে তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে নিয়মিত খেলছেন। বাংলাদেশ দলের হয়ে তার অভিষেক আন্তর্জাতিক ফুটবল মঞ্চে এক নতুন পথচলা শুরু করল।
আজকের ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এসেছে ভুটানের বিপক্ষে ৪ জুনের ম্যাচ থেকে। সোহেল রানা, জামাল ভূঁইয়া ও তাজউদ্দিন বাদ পড়েছেন। পরিবর্তে সুযোগ পেয়েছেন শমিত, হামজা ও ফাহামিদুল।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি আজ সন্ধ্যা ৭টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেলে গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের শীর্ষে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হবে।
বর্তমানে চারটি দল- বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও হংকং- সমান ১ পয়েন্ট করে নিয়ে গ্রুপে অবস্থান করছে। আজ একই সময়ে হংকংয়ের মাঠে ভারতের মুখোমুখি হচ্ছে স্বাগতিকরা।
বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে অতীতে খুব বেশি ম্যাচ হয়নি। এখন পর্যন্ত স্বীকৃত দুই দেখায় একটিতে ড্র এবং অন্যটিতে বাংলাদেশ পরাজিত হয়েছে। সর্বশেষ ২০১৫ সালের ৩০ মে ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে সিঙ্গাপুর ২-১ গোলে জয় পায়।
বাংলাদেশের একাদশ:
মিতুল মারমা, তপু বর্মণ (অধিনায়ক), তারিক কাজী, সাদ উদ্দিন, শাকিল আহাদ, হামজা চৌধুরী, শমিত সোম, মোহাম্মদ হৃদয়, ফাহমিদুল ইসলাম, শাহ কাজেম, রাকিব হোসেন।
Manual1 Ad Code
Manual5 Ad Code