Sharing is caring!
সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
মৌলভীবাজার জেলার জুড়ীতে কানাডা প্রবাসী সুমন আহমদ ও মেহেদী হাসান দুলু’র পৃষ্ঠপোষকতায় বাইসাইকেল এন্ড টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ধামাই আমুলী বস্তী বাগান মাঠে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে ফাইনাল খেলায় দ্বহপাড়া স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে নতুন কুড়ি শিকড়িবস্তি ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা কোয়াবের সাধারণ সম্পাদক খালেদ হোসেন, তরুণ সমাজসেবক আনোয়ার হোসেন মঞ্জু, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, জুড়ী ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সহ-সভাপতি শাহ মোয়াজ্জেম রুবেল, সিনিয়র সদস্য এবি আহাদ, ক্রীড়াবিদ মইদুল ইসলাম, প্রবাসী রুয়েল উদ্দিন, জামাল উদ্দিন প্রমুখ।