আজ শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে সরকারি ক্রয়ের সময় প্রয়োগ করতে হবেঃ আইএমইডি সচিব

editor
প্রকাশিত মে ১০, ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ণ
প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে সরকারি ক্রয়ের সময় প্রয়োগ করতে হবেঃ আইএমইডি সচিব

Sharing is caring!

প্রেস বিজ্ঞপ্তি:

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অধিনে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এর তিন সপ্তাহ ব্যাপী “ব্যাসিক পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট” প্রশিক্ষনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইএমইডি সচিব মো. কামাল উদ্দিন এই মন্তব্য করেন।

আজ শনিবার (১০ মে) সকালে রাজধানীর রমনায়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর হেড কোয়ার্টারে অবস্থিত ইঞ্জিনিয়ারিং ষ্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) এর সিটি ক্যাম্পাসে সরকারি বিভিন্ন দপ্তরের তিরিশ জন প্রথম শ্রেনীর কর্মকর্তাদের অনাবাসিক দশম ব্যাচের উদ্ধোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিপিপিএ এর পরিচালক, যুগ্ম সচিব মোঃ মাহফুজার রহমান, বিপিপিএ পরিচালক, উপসচিব মোহাম্মাদ রিফাত আলি, বিপিপিএ ও ইএসসিবি এর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অনেকে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইএসসিবি এর রেক্টর মোঃ আশরাফুল আলম সরকারি ক্রয়নীতিমালা দাপ্তরিক কাজে কিভাবে উপকারি হতে পারে সে বিষয়ে উল্লেখ করেন। বিশেষ অতিথির হিসেবে বিপিপিএ এর প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান সরকারি ক্রয়ে স্বচ্ছতায় পাবলিক প্রকিউরমেন্ট আইনের ভূমিকা অপরিসীম বলে বক্তব্য দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইইবি এর ভাইস প্রসিডেন্ট, ইএসসিবি বিওজি সদস্য প্রকৌশলী শেখ আল আমিন।

তিনি সরকারি অর্থ অপচয় রোধে প্রকিউরমেন্ট আইনের গুরুত্ব সম্পর্কে বলেন। এই প্রশিক্ষনটির কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ারিং ষ্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) এর প্রকিউরমেন্ট ইউনিটের প্রধান ও ফ্যাকাল্টি ট্রেইনার ড. তাওহীদ হাসান যিনি উদ্ধোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন।

আগামী তিন সপ্তাহ সরকারি ক্রয়ে পন্য, কার্য ও সেবা এর উপরে আইন ও বিধি বিধান নিয়ে প্রশিক্ষণ পরিচালিত হবে। সারা দেশ থেকে আগত সরকারি কর্মকর্তাগণ জানিয়েছেন, ইএসসিবিতে আয়োজিত বিপিপিএ এর এই প্রশিক্ষণ সকল সরকারি কর্মকর্তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ। কর্মকর্তাদের এই আইন জেনে তা বাস্তবায়ন করার কোন বিকল্প নেই।