আজ শনিবার, ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কমলগঞ্জে এক যুবতীর আত্মহত্যা

editor
প্রকাশিত জুলাই ২৪, ২০২৫, ০৩:২৯ অপরাহ্ণ
কমলগঞ্জে এক যুবতীর আত্মহত্যা

Sharing is caring!

তিমির বনিক:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে নাইমা আক্তার (২০) নামে এক যুবতী ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত নাইমা আক্তার ওই গ্রামের বাসিন্দা আব্দুল কাদিরের কন্যা।
বুধবার (২৩শে জুলাই) দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির একদল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যুবতী নাইমার চাচা খলিল মিয়া জানান, গত রমজান মাসে তার বিয়ের কথা পাকা পোক্ত হয়। তবে হবু স্বামী প্রবাসে থাকায়, হয়তো মোবাইলে কথা কাটাকাটির জের ধরে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে রাগের বসবর্তিতে ফাঁসি দিতে পারে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নাইমা আক্তার ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। কমলগঞ্জ থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে।”এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রকৃত কারণ না জানা গেলেও ধারণা মোবাইল ফোনে কথা কাটাকাটি করে এ ঘটনা হতে পারে।