আজ শুক্রবার, ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় পরিত্যক্ত ভবনের ছাদ ধ্বসে ৩ শ্রমিক নিহত, আহত ২

editor
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ণ
নেত্রকোণায় পরিত্যক্ত ভবনের ছাদ ধ্বসে ৩ শ্রমিক নিহত, আহত ২

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

Sharing is caring!

আসাদুজ্জামান তালুকদার:

নেত্রকোণায় পরিত্যক্ত ভবনের ছাদ ধ্বসে ৩ শ্রমিক নিহত, আহত হয়েছেন ২ জন।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বেলা ৫ টা নাগাদ পুরনো ভবন ভাঙ্গতে গিয়ে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হয়েছে। এছাড়াও দুজন আহত হয়েছে।

নেত্রকোণা জেলা শহরের নাগড়া মহল্লার বিএডিসি সেচভবনের ভিতরে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। খবরপেয়ে পুলিশ, ফায়ারসার্ভিসসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বরতরা ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম চালায়। পরে তারা আহতদের নেত্রকোণা সদর হাসপাতালে পাঠায়।

নিহত শ্রমিকরা হলেন আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুস সালাম (৪০), সদর উপজেলার হাটখলা গ্রামের আব্দুল হান্নান (৪২) ও পলাশ হাটি গ্রামের দিপু মিয়া (৪০)। এছাড়া আহত সাইফুল ও হাসান নামের দুই শ্রমিককে ঘটনাস্থল থেকে উদ্ধার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও শ্রমিক নছু সর্দার জানান,তারা ছয়জন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি-সেচ) একটি পরিত্যক্ত ভবন অপসারণ করছিলেন। বিকেল পৌনে পাঁচটার দিকে ভাঙাভাঙির সময় হঠাৎ ভবনের গ্যারেজের অংশের ছাদটি ধসে পড়ে। এ সময় পাঁচ শ্রমিক ছাদের নিচে চাপা পড়েন। খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয় জনতা ছুটে এসে উদ্ধার কাজ পরিচালনা করেন।
তাৎক্ষণিকভাবে ভবনটি অপসারণের চুক্তি নেওয়া ভাঙ্গারী ব্যবসায়ী মানিক মিয়া জানান,  বিএডিসির কাছ থেকে তারা বিশ লক্ষ টাকা চুক্তিতে পুরনো ভবনটি গুড়িয়ে দেওয়ার কাজ নিয়েছে। এ কাজে তারা চারজন পার্টনার। নিহত শ্রমিকদের কাজে নিয়োগের সময় যথাযথ সুরক্ষা সামগ্রী আপনারা কেন দেননি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভাঙ্গারী মানিক মিয়া কোন সদুত্তর দিতে পারেন নি।
নেত্রকোণা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আজিজুর রহমান বলেন, ‘আমরা তিনজনকে মৃত এবং দুই জনকে আহত অবস্থায় পেয়েছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’
নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, ‘নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। তাদের স্বজনদের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’