আজ রবিবার, ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

editor
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে শোভাযাত্রা ও ভক্তিমন্দ্রিত প্রার্থনায় শুভ জন্মাষ্টমীর মহোৎসব

Sharing is caring!

তাপস দাশ শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল আজ ভরে উঠেছিল ধর্মীয় আনন্দ ও উৎসবের রঙে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয় ধর্মীয় উল্লাস ও ভক্তিমুখর পরিবেশ। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ঘিরে শহর যেন হয়ে ওঠে ভক্তদের মিলনমেলা।
সকাল ১১টায় হবিগঞ্জ রোডস্থ শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি ও ভক্তিমূলক সঙ্গীতের ধ্বনিতে আখড়ার আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আখড়ার সামনে এসে শেষ হয়। এতে অংশ নেন শহরের অসংখ্য নারী-পুরুষ ভক্ত, সনাতনী সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শংকর বণিক এবং সঞ্চালনা করেন উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক শ্যামল আচার্য্য ও জীবন কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। এছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডা. সত্যকাম চক্রবর্তী, জেলা শাখার সহ-সভাপতি অজয় কুমার দেব, পৌর শাখার সভাপতি সুমন রায়, সম্পাদক বিশ্বনাথ দাস চৌধুরী ছোটন, সনাতনী সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব সুনীল বৈদ্য শচী, ডা. প্রদীপ বণিক, ইউপি সদস্য পিয়াস দাশ প্রমুখের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
দিবসের সমাপনীতে অনুষ্ঠিত হয় বিশেষ সমবেত প্রার্থনা, যা পরিচালনা করেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য। প্রার্থনায় নারী-পুরুষ ভক্তদের আন্তরিক অংশগ্রহণে আখড়া প্রাঙ্গণ ভরে ওঠে পবিত্রতা ও আধ্যাত্মিক আবেশে। ধর্মীয় শ্রদ্ধা ও সাংস্কৃতিক সৌন্দর্যের মেলবন্ধনে এদিন শ্রীমঙ্গলবাসী উপভোগ করল এক অনন্য আধ্যাত্মিক উৎসবের আবহ।