আজ বৃহস্পতিবার, ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দোষীদের গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী 

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ণ
দোষীদের গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী 

Sharing is caring!

Manual4 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়ায় শাহ আলম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১৭সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আধুনগর স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জহির উদ্দীনের সঞ্চানলায় আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন , বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ, লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রফিক দিদার, আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু মুসা মোহাম্মদ খালিদ জামিল, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, আধুনগর ইউপি সদস্য ফরিদ আহম্মদ, শাহজাহান চৌধুরী পারভেজ, আধুনগর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি নুরুল আলম, ছাত্রপ্রতিনিধি তামিম মির্জা, নিহতের কন্যা নাজিফা প্রমূখ।
মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানায়। বক্তারা বলেন, শাহ আলমকে নির্মমভাবে হত্যা করে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। কিন্তু এখনো মূল অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় সাধারণ মানুষ হতাশা ও ক্ষোভ প্রকাশ করে৷
তারা আরও বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলনের ব্যবস্হা করবো৷
Manual1 Ad Code
Manual5 Ad Code