আজ বৃহস্পতিবার, ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে দেবীগাথাঁ নির্ভর নৃত্যনাট্য ‘রণরঙ্গে দেবাদৃতা’ মঞ্চায়িত

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে দেবীগাথাঁ নির্ভর নৃত্যনাট্য ‘রণরঙ্গে দেবাদৃতা’ মঞ্চায়িত

Sharing is caring!

Manual5 Ad Code
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
শরতের শারদীয় দুর্গাপূজা শুরু হতে মাত্র ক’দিন বাকি। প্রকৃতি সেজেছে কাশফুলের রঙিন সাজে। শারদীয় উৎসবের এই আগমনী বার্তা পৌঁছে দিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল নৃত্যাঙ্গন এর উদ্যোগে আয়োজন করা হয় দেবী দুর্গার আগমনী বার্তায় দেবীগাথাঁ নির্ভর নৃত্যনাট্য ‘রণরঙ্গে দেবাদৃতা’।
বুধবার (১৭ই সেপ্টেম্বর) রাতে ৮ টায় শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই মনোমুগ্ধকর পরিবেশনা। শ্রীমঙ্গল নৃত্যাঙ্গনের পরিচালক সাজু দেব এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথি শিল্পী সহ নৃত্যাঙ্গনের শিল্পীরা।
অনুষ্ঠানের শুরুতে মঞ্চে আগত অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপরে নৃত্যানুষ্ঠান ‘নৃত্যলহড়ী’ পরিবেশন করে নৃত্যাঙ্গণের শিল্পীরা।
এদিকে অনুষ্ঠানের শুভ সূচনার পরপরই মঞ্চে নৃত্য পরিবেশন করেন ঢাকা থেকে আগত অতিথি শিল্পী মুনমুন আহমেদ, সাইফুল ইসলাম সাকী, রাফিয়াত নাসির কথা।
ত্রিপুরা সুন্দরী রুপে ছিলেন তমা দেব পায়েল। তিনি বলেন, ‘পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হলো নৃত্যাঙ্গণের আয়োজনে মহালয়ার আগমনী অনুষ্ঠান। আমি ত্রিপুরা সুন্দরী রুপে নৃত্য পরিবেশন করেছি নৃত্যনাট্য রণরঙ্গে দেবাদৃতায়। আমার খুবই ভালো লেগেছে, সাজু দেব স্যারের উদ্যােগে এতো সুন্দর একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আমরা খুব আনন্দিত।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেওয়াজ পারফরমার্স স্কুলের প্রিন্সিপাল নৃত্য পরিচালক মুনমুন আহমেদ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্যকলা বিভাগের খণ্ডকালীন শিক্ষক নৃত্যশিল্পী সাইফুল ইসলাম সাকী, আনন্দলোক বসুন্ধরা -এর নৃত্য প্রশিক্ষক রাফিয়াত নাসির কথা, শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিচালক দীপ দত্ত আকাশ। এছাড়াও উপস্থিত ছিলেন নৃত্যাঙ্গণের পরিচালক সাজু দেব প্রমুখ।
Manual1 Ad Code
Manual5 Ad Code