মৃত বিশ্বাসীদের আত্মার শান্তি কামনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ নভেম্বর) বিকেলে উপজেলার খেজুরীছড়া চা-বাগানের প্রাচীন ডিনস্টন সিমেট্রি বা ব্রিটিশ কবরস্থান প্রার্থনায় মুখর হয়ে ওঠে।
সিলেট ধর্মপ্রদেশের বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, ডি.ডি.-এর নেতৃত্বে ধর্মীয় আচার সম্পন্ন হয়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফাদার জেমস শ্যামল গমেজ, সি.এস.সি.; ফাদার বিকাশ কুজুর, সি.এস.সি.; এবং ডমিনিক সরকার রনি প্রমুখ ধর্মযাজক।
ফাদার বিকাশ কুজুর জানান, ২ নভেম্বর ক্যাথলিক বিশ্বাসীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। সেদিন তারা পরলোকগত আত্মাদের জন্য বিশেষ প্রার্থনা করেন। তিনি বলেন, “যারা জীবনে লঘু পাপ করেছে, তারা সরাসরি স্বর্গে যায় না, আবার নরকেও নিক্ষিপ্ত হয় না। তাদের আত্মা শুচাগ্নিস্থানে অপেক্ষা করে। তাই খ্রিস্টবিশ্বাসীরা সেই আত্মাদের মুক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকে।”
তিনি আরও জানান, এই দিনে অনেকেই কবরস্থান পরিষ্কার করেন, প্রিয়জনদের কবরের পাশে প্রার্থনা করেন এবং মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান।
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সিমেট্রির শান্ত পরিবেশে মোমবাতির আলো ছড়িয়ে পড়ে। পুরনো কবরফলকগুলো জ্বলে ওঠে স্মৃতির আলোয়, আর নীরব প্রার্থনায় ভরে ওঠে পুরো এলাকা।