Sharing is caring!
স্বপন কুমার সিংহ:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস এক ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা রয়েল কোচ পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই বাসই দুমড়ে-মুচড়ে যায় এবং বহু যাত্রী বাসের ভেতরে আটকা পড়ে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আরিফুল ইসলাম জানান,“সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করি। ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।”
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন,“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও ওভারটেকিং-এর কারণে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।”
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোমেন উদ্দিন চৌধুরী জানান,“আমরা আহতদের চিকিৎসা দিচ্ছি।তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।”দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও পরে যান চলাচল স্বাভাবিক হয়।