আজ শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালাল (র.)–এর মাজার জিয়ারতে তারেক রহমান, নির্বাচনী প্রচারণা শুরু আজ থেকে

editor
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ণ
শাহজালাল (র.)–এর মাজার জিয়ারতে তারেক রহমান, নির্বাচনী প্রচারণা শুরু আজ থেকে

Manual7 Ad Code

সিলেট ডেস্ক:

Manual7 Ad Code

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুই দশকেরও বেশি সময় পর সিলেটে সফরের অংশ হিসেবে বুধবার (২১ জানুয়ারি)রাত সাড়ে ৯টার দিকে হজরত শাহজালাল (র.)–এর মাজার জিয়ারত করেন।

তিনি বুধবার রাত ৮টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে সরাসরি শাহজালাল (র.)–এর মাজারে গিয়ে ফাতেহা পাঠ ও জিয়ারত করেন।

এরপর তিনি মাজার মসজিদে নফল নামাজ আদায় করেন এবং মুক্তিযুদ্ধে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর কবরে ফাতেহা পাঠ করেন।

তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর থেকে মাজার পর্যন্ত সড়কের পাশে হাজারো মানুষ জড়ো হন। এ সময় তাকে বহনকারী বাসটি ধীরগতিতে চলতে থাকে এবং প্রায় ১ ঘণ্টা পর রাত ৯টার দিকে মাজারে পৌঁছে।

Manual8 Ad Code

পরিস্থিতি সামাল দিতে মাজারের গেটে তারেক রহমানকে আরও প্রায় ৩০ মিনিট অপেক্ষা করতে হয়।

Manual5 Ad Code

সফরে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতারা।

দীর্ঘদিনের নির্বাচনী ঐতিহ্য মেনেই বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাও শুরু করতে যাচ্ছে সিলেট থেকে।প্রায় দুই দশক পর সিলেটে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান। বৃহস্পতিবার ২২ জানুয়ারি সকাল ১১টায় সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মধ্যে বক্তব্য দেবেন।

Manual6 Ad Code