গতবছর সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ৫২২টি, দাবি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের
গতবছর সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ৫২২টি, দাবি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের
editor
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ণ
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক:
২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতার ৫২২টি ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানায়, দেশীয় পত্রপত্রিকা ও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা থেকে তারা এই হিসাব তৈরি করেছে।
সংগঠনটি জানায়, ২০২৪ সালের চৌঠা অগাস্ট থেকে, অর্থাৎ রাজনৈতিক পট পরিবর্তনের এক দিন আগে থেকে ওই বছরের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে মোট ২১৮৪টি সাম্প্রদায়িক ঘটনার বিষয় উল্লেখ ছিল।
Manual3 Ad Code
এর মধ্যে হত্যার ঘটনা ৬১টি; নারী নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণের ঘটনা ২৮টি; উপাসনালয়ে হামলা, প্রতিমা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা- ৯৫টি; উপাসনালয়ের জমি দখল বা দখলের চেষ্টার ঘটনা ২১টি বলে জানানো হয়েছে।
Manual7 Ad Code
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক একটি হিসাবে বলা হয়েছিল, ২০২৫ সালে মোট ৬৪৫টি সহিংসতার ঘটনার মধ্যে সাম্প্রদায়িক উপাদান রয়েছে ৭১টিতে। অবশিষ্ট ৫৭৪টি ঘটনা সাম্প্রদায়িক নয় বলে দাবি করা হয়।
এই তথ্য উদ্ধৃত করে সংগঠনটি প্রশ্ন রাখে, “শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস কি নতুন সংজ্ঞায় ‘সাম্প্রদায়িকতা’কে সংজ্ঞায়িত করে বলতে চান যে- কেবল মন্দির বা উপাসনালয়ের আঙিনায় সংঘটিত সহিংসতা ছাড়া সমাজে এবং রাষ্ট্রে সংঘটিত অন্য কোনো ঘটনা সাম্প্রদায়িক সহিংসতা নয়?”
Manual6 Ad Code
“জাতি-ধর্ম-গোত্র-বর্ণ নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়ার ক্ষেত্রে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে” বলে সংগঠনটি মনে করছে।
Manual2 Ad Code
“সাম্প্রদায়িক গোষ্ঠীর বিদ্বেষমূলক বক্তব্য, ধর্মীয় বিশ্বাসের পার্থক্যের কারণে ভিন্নমতাবলম্বীদের প্রতি ঘৃণা ও সহিংসতা শুধু সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে না, এ ধরনের উসকানিমূলক বক্তব্য ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর উপর ধর্মীয় আঘাত হানছে,” বলছে সংগঠনটি।
শঙ্কা ও উদ্বেগ সংখ্যালঘুদের ভোটদানে নিরুৎসাহিত করতে পারে বলেও মনে করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।