আজ শুক্রবার, ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’ এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা

editor
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৬, ০৭:১৪ অপরাহ্ণ
গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’ এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা

Manual5 Ad Code
অনলাইন ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বা ‘না’ এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। তবে তারা গণভোট বিষয়ে মানুষকে ‘অবহিত ও সচেতন’ করতে পারবেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

নির্বাচন কমিশন জানায়, ‘হ্যাঁ’ এর পক্ষে বা ‘না’ এর পক্ষে প্রচারণা গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

Manual5 Ad Code

বিভাগীয় কমিশনার, ঢাকা/চট্টগ্রাম ও রিটার্নিং অফিসার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঢাকা/চট্টগ্রাম/খুলনা ও রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, (সকল) ও রিটার্নিং অফিসারদের এই নির্দেশ দেওয়া হয়েছে।

Manual1 Ad Code