আজ শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

যে কারণে সারাদেশে শাটডাউনের হুমকি দিলেন চিকিৎসকেরা

editor
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫, ০৫:৫০ অপরাহ্ণ
যে কারণে সারাদেশে শাটডাউনের হুমকি দিলেন চিকিৎসকেরা

Sharing is caring!

Manual3 Ad Code

টাইমস নিউজ

Manual1 Ad Code

বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের বয়সসীমা আগের মতো দুই বছর বাড়িয়ে ৩৪ বছর করা না হলে, সারা দেশে চিকিত্সা শাটডাউন কর্মসূচির হুমকি দিয়েছেন চিকিত্সকরা। রোববার বিকালে সচিবালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ হুমকি দেন।

 

Manual6 Ad Code

মানববন্ধনে বক্তৃতা করেন, চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত সংগঠন ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস& অব বাংলাদেশ (ইউমব)-এর চিফ কো-অর্ডিনেটর ডা. মোবারক হোসাইন, বাংলাদেশ মেডিকেল কমিউনিটির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. রায়হান আসাদ, ভয়েস অব ডক্টরসের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মিনহাজুল আবেদীন, চিকিত্সক ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মাহফুজুল হক চেৌধুরী, সাধারণ সম্পাদক ডা. মো. মঈন উদ্দিন চিশতি প্রমুখ।

Manual6 Ad Code

 

তারা বলেন, আমরা এরই মধ্যে সব ধরনের টেবিলওয়ার্ক সম্পন্ন করেছি। আমরা চেয়েছি যেন টেবিলেই বিষয়টি সমাধান হয়। কিন্তু দীর্ঘ এক মাস ধরে টেবিল থেকে টেবিলে ঘুরলেও সমস্যা সমাধানের কার্যকর কোনো উদ্যোগ আমরা দেখছি না। তাই বাধ্য হয়ে রাজপথেই বয়স বৃদ্ধির সমাধান আদায় করতে নেমেছি।

 

Manual8 Ad Code

চিকিত্সকরা জানান, ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনের প্রজ্ঞাপনে আবেদনকারীর বয়সসীমা ২১ থেকে ৩২ বছর উলে্লখ করা হয়েছে। তবে অন্য বিসিএস আবেদনকারীর স্নাতক শেষ করতে যেখানে নূ্যনতম ৪ বছর সময় প্রয়োজন হয়, সেখানে একজন চিকিত্সকের এমবিবিএস/বিডিএস স্নাতক ও ইন্টার্নশিপ শেষ করতে নূ্যনতম ৭৮ মাস বা সাড়ে ৬ বছর লাগে। তাই পূর্ববর্তী সব বিসিএস পরীক্ষায় যেখানে আবেদনকারীদের বয়সসীমা ৩০ বছর ছিল, সেখানে চিকিত্সকদের বয়সসীমা ৩২ বছর ছিল। কিন্তু সর্বশেষ প্রকাশিত প্রজ্ঞাপনে সবার ক্ষেত্রে বয়সসীমা ২ বছর বাড়িয়ে ৩২ বছর করা হলেও চিকিত্সকদের ক্ষেত্রে কোনো বয়সসীমা বৃদ্ধি হয়নি।

Manual1 Ad Code
Manual3 Ad Code