জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কিছু গ্রহণযোগ্য হবে না ; রিজভী
জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কিছু গ্রহণযোগ্য হবে না ; রিজভী
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ণ
Manual8 Ad Code
টাইমস নিউজ
Manual8 Ad Code
Manual3 Ad Code
জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বা অন্য যে কোনও সংস্কারে বেশি গুরুত্ব দেওয়া হলে জনগণের কাছে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
Manual2 Ad Code
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ‘রোড টু ইলেকশন’ শীর্ষক গোল টেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
নির্দলীয় ব্যক্তিদের দ্বারা নির্বাচন পরিচালনা করতে হবে জানিয়ে করে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশে গণতান্ত্রিক বিকাশ ধরে রাখতে হলে অবাধ-সুষ্ঠু নিবার্চন করতে হবে। যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন, তারা কোনও দলের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না। পৃথিবীর বিভিন্ন দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে, তবে তারা নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টির ধারাবাহিকতা রক্ষা করতে পেরেছেন। কিন্তু বাংলাদেশে এই ধারাবাহিকতা রক্ষা করা যায়নি।’
Manual8 Ad Code
তিনি বলেন, ‘গণতন্ত্র রক্ষায় অবাধ ও সুষ্ঠুভাবে স্থানীয় নির্বাচন করা সরকারি দলের দায়িত্ব। নির্বাচন আয়োজনে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে সংবিধান প্রদত্ত আইন কাজে লাগিয়ে শক্তিশালী উঠতে হবে।’ নিরপেক্ষ নিবার্চনের জন্য কমিশনকে স্বাধীনতা দিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।