আজ সোমবার, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আপাতত দেশে ফিরবেন না তারেক রহমান

editor
প্রকাশিত মার্চ ২১, ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ণ
আপাতত দেশে ফিরবেন না তারেক রহমান

Sharing is caring!

Manual3 Ad Code

টাইমস নিউজ

আপাতত দেশে ফেরার সম্ভাবনা নেই বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যানর তারেক রহমানের। নির্বাচনের আগে বা নির্বাচনি তফসিল ঘোষণার পর দেশে ফিরতে পারেন তি‌নি। তবে রোজার পরই‌ দেশে ফিরতে চান খালেদা জিয়া।

লন্ডনে তারেক রহমানের ঘ‌নিষ্ঠ একা‌ধিক বিশ্বস্ত সূত্র এই প্রতিবেদককে তথ্যটি জানিয়েছে।

Manual5 Ad Code

তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও তার বড় বোন শাহীনা জামান বিন্দুর উত্তরাধীকার সূত্রে বারিধারা ডিওএইচএসে এক‌টি বাড়ি আছে। বাড়িটি তারেক রহমানের শ্বশুর সাবেক মন্ত্রী ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের সূত্রে পাওয়া। মাত্র ৪৯ বছর বয়সে ১৯৮৪ সালে ঢাকায় মারা যান তিনি। বাড়িটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। তারেক রহমান সস্ত্রীক ঢাকায় গিয়ে এই বাড়িতেই উঠতে চান। সেই লক্ষ্যে বাড়িটিতে বড় ধরনের সংস্কার কাজ চলছে। বাড়ির কিচেন, বাথরুমসহ অনেক অংশ ভেঙে আধু‌নিক ডিজাইনে কাজ করানো হচ্ছে।

খালেদা জিয়া ও তারেক রহমান কবে দেশে ফিরতে পারেন এ প্রশ্নের জবাবে যুক্তরাজ্য বিএন‌পির সভাপতি এম এ মালেক শুক্রবার (২১ মার্চ) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ম্যাডাম নিজে চিকিৎসা বা প‌রিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেয়েও দেশের মা‌টিতে দ্রুত ফিরে যেতে আগ্রহী। তি‌নি ঈদের পরই দেশে ফিরে যেতে চান।’

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি ব‌লেন, ‘নির্বাচনি প্রক্রিয়া শুরুর আগেই দেশে ফিরবেন তারেক রহমান। ঢাকায় বাসাসহ সব প্রস্তু‌তি চলছে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে মন্তব‌্য করেছেন খালেদা জিয়ার চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Manual1 Ad Code

তারেক রহমানের দে‌শে ফেরার বিষয়ে সাংবা‌দিক‌দের তিনি ব‌লেন, ‘এটি এখন সম‌য়ের ব‌্যাপার মাত্র।’

Manual6 Ad Code

ডা. জা‌হিদ খালেদা জিয়ার দেশে ফেরার ব‌্যাপারে বলেন, ‘খুব শিগ‌গিরই চি‌কিৎস‌কের পরাম‌র্শ মতো দেশে ফিরে যাবেন খালেদা জিয়া।’

গতকাল বৃহস্প‌তিবার (২০ মার্চ) সব মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান। বিএনপির আইনজীবীরা বলছেন, এখন তিনি দেশে ফিরে সরাসরি রাজনীতিতে অংশ নিতে পারবেন।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code