আজ রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলছড়িতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ 

editor
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৪, ০১:২০ অপরাহ্ণ
ফুলছড়িতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ 

Sharing is caring!

রাজু সরকার  গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজলার কঞ্চিপাড়া এম এ ইউ একাডেমীর প্রধান শিক্ষক রায়হান সরকার এর বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ও পদত্যাগের দাবীতে বিক্ষোভ  মিছিল ও সড়ক অবরাধ করেছে ওই বিদ্যালয়র শিক্ষার্থীরা।
সোমবার  (১৮ নভেম্বর) সকাল ১১ টা থক দুপুর দেড়টা পযন্ত  গাইবান্ধা-বালাসীঘাট সড়কের একাডেমী এলাকায় এ কর্মসূচি পালন করন তারা।
এ সময় শিক্ষার্থীরা ‘জেগেছে জেগছে, রক্ত আগুন জেগেছে,‘এক দফা এক দাবি প্রধান শিক্ষকর পদত্যাগ’ ইত্যাদি  স্লোগান দেন শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে সড়কের দুইপাশ যানবাহন দাঁড়িয়ে থাকে। এতে সড়কের দুইদিক যানজটের সৃষ্টি  হয় এবং যাত্রীরা চরম দুর্ভাগ পড়েন।
আন্দোলনরত শিক্ষার্থীদর অভিযোগ, প্রধান শিক্ষক রায়হান সরকার অত্র প্রতিষ্ঠান যোগদানের  পর থেকে নানা অনিয়ম-দুর্নীতি শুরু করন। শিক্ষার্থীদর কাছ থেকে নেয়া যাবতীয় অর্থ লুটপাট,  ইউনিফর্ম বাবদ ১২শ’ টাকা, পরীক্ষার ফি বাবদ ৪০০ টাকা, ফরম পূরণ ও রেজিষ্ট্রেশন  সরকারর বেধে দওয়া টাকার কয়কগুন বেশি টাকা নেন।
এছাড়া প্রতিষ্ঠানর মূল্যবান গাছ সহ জিনিসপত্র বিক্রি করছন। তিনি নিজের ইচ্ছেমত বিদ্যালয় পরিচালনা ও শিক্ষার বিষয় ঠিকমতা তদারকি করেন না। শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষকের পদত্যাগ চায় আন্দলন করায় তিনি আমাদের হুমকি-ধামকি ও নানাভাব হয়রানি করছেন। অবরাধ চলাকাল বক্তব্য দেন, শিক্ষার্থী পিয়াল সরকার, জুঁই আকতার, উম্মে হাবিবা রিতা সহ অনেকে।
অভিযোগের বিষয়ে কঞ্চিপাড়া এম এ ইউ একাডমির প্রধান শিক্ষক রায়হান সরকারর বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।