আজ শনিবার, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আলোকবর্তিকার নিরন্তর ছুটে চলা, ওলসা নির্বাচন ২০২৪-এ নির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

editor
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ণ
আলোকবর্তিকার নিরন্তর ছুটে চলা, ওলসা নির্বাচন ২০২৪-এ নির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

Sharing is caring!

Manual1 Ad Code

দায়িত্বের গৎবাঁধা পালাবদল নয়, এ যেন ভালোবাসার রিলে রেস, যা কিনা চলছে ১৯৬৪ সাল থেকে বর্তমান ২০২৪ সাল এর প্রজন্মের মধ্যে। বাংলাদেশের ইতিহাসে খুব সম্ভবত প্রথম হাইব্রিড পদ্ধতিতে একটি ভোট সম্পন্ন হয় বিগত ২০ ডিসেম্বর, ২০২৪ইং।নিজেদের নেতৃত্বে দায়িত্বভার খুঁজে নিতে হাইব্রিড পদ্ধতিতে ওলসা তাদের নির্বাচন কার্যক্রম পরিচালনা করেছে। যার ফলে দেশে ও দেশের বাইরে অবস্থানরত ল্যাবরেটরিয়ানরা অনলাইনে এবং সশরীর স্কুল প্রাঙ্গণে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন প্রায় ২০০০ ভোটার। ভোট গ্রহণের দিন বিভিন্ন বয়সের ল্যাবরেটরিয়ানদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ এক মহা মিলনমেলায় পরিণত হয়। উৎসবমুখর পরিবেশে স্বচ্ছতার সঙ্গে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।ঐতিহ্যবাহী গবনর্মেন্ট ল্যাবরেটরি হাই স্কুল,  ঢাকা এর প্রাক্তন ছাত্রদের এলামনাই সংগঠন OLsA – ২০২৪ এর নির্বাচনে নির্বাচিত সকলে গত ৪ঠা জানুয়ারি, ২০২৫ইং পূর্বের কমিটির কাছ থেকে সংগঠনের দায়িত্ব আগামী ২ বছরের জন্য বুঝে নেয়। আবেগঘন ও আন্তরিক পরিবেশের এই আয়োজন যতটা না ছিল সাংগঠনিক, তারচেয়ে বেশি ছিল স্কুলের বিভিন্ন ব্যাচের ছাত্রদের সম্মান, ভালোবাসার বহিঃপ্রকাশ। প্রায় ২০০০ এর অধিক তালিকাভুক্ত ও ১০,০০০ এর বেশি অতালিকাভুক্ত প্রাক্তন ছাত্রদের বিশাল এক পরিবার”ওলসা”।

Manual7 Ad Code

বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা ১৯৬১ সাল থেকে ‘আলো আরও আলো’ মূলমন্ত্রকে ধারণ করে সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ওল্ড ল্যাবরেটরিয়ানস অ্যাসোসিয়েশন (ওলসা)’ ১৯৭৬ সালে কার্যক্রম শুরু করে, যার ধারাবাহিকতা আজও বিদ্যমান।ভোট গ্রহণের দিন সন্ধ্যায় স্কুল প্রাঙ্গণে এই নির্বাচনের আন–অফিশিয়াল ফলাফল প্রকাশ করা হয়। পরে ২৩ ডিসেম্বর রাতে ওলসার ফেসবুক পেজের মাধ্যমে এ নির্বাচনের অফিশিয়াল ফলাফল প্রকাশ করা হয়।

Manual2 Ad Code

প্রথম ওলসা নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক আজম সিদ্দিকী, ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ এনামুল হক, ওয়াকার আহমেদ চৌধুরী, তারেক ভূঁইয়া জুন, তানভীর হায়দার পাভেল, সাইদুর রহমান, সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হন অনিক আর হক, জয়েন্ট সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন সামিউন নবী ও মাসুদ পারভেজ, ট্রেজারার হিসেবে নির্বাচিত হন মো. সালেহ উজ জামান, অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন সিকদার মারুফ ইয়াজদানী, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন মো. রাশিদুল ইসলাম, লিগাল অ্যান্ড কমপ্লায়েন্স সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন কর্নেল (অব.) মনিরুল ইসলাম, প্রেস অ্যান্ড পাবলিকেশনস সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন হাসিব হাসান চৌধুরী, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন এনাম এলাহী মল্লিক, স্পোর্টস সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন মো. নুরুদ্দিন আল মাসুদ, কালচারাল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন সাফওয়াত ইয়ামীন সিরাজ সৌম্য, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন আহমেদ হুমায়ুন মোর্শেদ, অফিস সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন ফয়সাল কুদ্দুস এবং এক্সিকিউটিভ মেম্বার হিসেবে নির্বাচিত হন মো. সাইফ হোসেন নিয়ন, ইমরুল হক শাওন, ইফতেহাদুল ইসলাম ফাহিম, মইনুল ইসলাম মাহিন, আবীদুল মুহাইমিন, রাশেদুজ্জামান খান তন্ময়, অদম্য গহীন রেজা, শরীফ আহমেদ শশী।

Manual7 Ad Code

সৈয়দ মোহাম্মাদ মাহমুদুল ইসলাম( তাশফী), স্টাফ রিপোর্টার

Manual8 Ad Code

 

Manual1 Ad Code
Manual5 Ad Code