আজ সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ট্রেনের ধ্বাক্কায় বৃদ্ধ নিহত

editor
প্রকাশিত মে ১১, ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ণ
লোহাগাড়ায় ট্রেনের ধ্বাক্কায় বৃদ্ধ নিহত

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজার অভিমূখী প্রবাল এক্সপ্রেক্সের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।

শনিবার (১০ মে) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে চুনতি ইউপির ২নং ওয়ার্ডের দারগা পাড়াস্থ ৭০১নং পিলারের পাশে এ দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে।

বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মনিরুল মাবুদ রয়েল নিশ্চিত করেছেন।

নিহতের নামনুরুল আমিন (৬৫)। তিনি উপজেলার চুনতি ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম চুনতি হাতির পাহাড় এলাকার মৃত অলি বকসুর পুত্র।

স্থানীয় ইউপি সদস্য মরিরুল মাবুধ রয়েল জানান, তিনি বিগত ২বছর পুর্বে স্ট্রোক করে চলাচলে অক্ষম ছিল। ঘটনার দিন বিকেলে ট্রেনের পার্শ্বে চলাচল করছিল। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে চুনতি ইউপির ২নং ওয়ার্ডের দারগা পাড়াস্থ ৭০১নং পিলারের পাশে এলাকায় হঠাৎ কক্সবাজার অভিমূখী প্রবাল এক্সপ্রেক্সের ধাক্কায় তিনি মাটিতে পড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলার বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।

লোহাগাড়া রেল স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার দিদার হোসেন জানান, নুরুল আমিন নামে বৃদ্ধ ট্রেনের কাটায় নিহত হওয়ার বিষয়টা জানতে পেরেছি। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেসে লোহাগাড়া স্টেশনে যাত্রাবিরতি শেষে কক্সবাজারের উদ্দশ্যে চলে যায় বলেও তিনি জানান।