Sharing is caring!

সিলেট ডেস্ক:
গণমানুষের সংগঠন খেলাফত মজলিস সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়ন শাখার দ্বি বার্ষিক মজলিসে শুরার সাধারণ অধিবেশন ২০২৫-২৬ সেশনের জন্য মখন মিয়াকে সভাপতি ও ফখরুল ইসলামকে সেক্রেটারি নির্বাচিত করে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৯ মে) বাদ মাগরিব স্থানীয় ভটেরগাঁও ওয়াতির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত অধিবেশনে উপস্থিত শুরা সদস্যদের ভোটে আগামী দুই বছরের জন্য ইউনিয়ন শাখা পূণর্গঠন করা হয়।
অধিবেশনে মখন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট-০৩ সংসদীয় আসনের মাটি ও মানুষের আপনজন, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন।
ফখরুল ইসলামের সঞ্চালনায় অধিবেশনে অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান আব্দাল, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ, অফিস ও প্রচার সম্পাদক আব্দুল কাদির রাজু, অর্থ সম্পাদক বেলাল আহমদ, ইসলামি যুব মজলিস দক্ষিণ সুরমা উপজেলা সেক্রেটারি সুহেল আহমদ ও বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিসের সাবেক দায়িত্বশীল ইসমাইল খাঁন। এসময় খেলাফত মজলিস কামালবাজার ইউনিয়ন শাখার শুরা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।