আজ মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথের খাজাঞ্চিতে দুর্বৃত্তদের ছুরিাকাঘাতে নিহত সেলসম্যান নিপেশ এর পরিবারকে নগদ অর্থ প্রদান

editor
প্রকাশিত মে ১৩, ২০২৫, ১২:২৪ অপরাহ্ণ
বিশ্বনাথের খাজাঞ্চিতে দুর্বৃত্তদের ছুরিাকাঘাতে নিহত সেলসম্যান নিপেশ এর পরিবারকে নগদ অর্থ প্রদান

Sharing is caring!

সিলেট ডেস্ক:
সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়নের বাওনপুর প্রবাসীদের অর্থায়নে এবং এলাকাবাসীর সহযোগিতায় দুর্বৃত্তদের ছুরিাকাঘাতে নিহত ক্ষুদ্র ব্যবসায়ী সেলসম্যান নিপেশ তালুকদার এর পরিবারকে নগদ এক লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
সোমবার (১২ মে) বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়নের বাওনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে বাওনপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় নিহত নিপেশ তালুকদারের পরিবারের হাতে এ আর্থিক অনুদান তোলে দেয়া হয়।
অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে নিহত সেলসম্যান নিপেশ তালুকদারের খুনিদের বিচার ও গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভায় এলাকার সালিশ ব্যক্তিত্ব রইছ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উত্তর বিশ্বনাথ ডিগ্রি কলেজের সভাপতি মোঃ ময়নুল হক।
সমাজ সেবক গোলাম আকবরের পরিচালনায় বাওনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইমরান আহমদ, এলাকার মুরব্বি শফিকুল ইসলাম, ওয়ার্ড মেম্বার ফজলুল হক ফজলু প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় মাসুক মিয়া, আব্দুল বাছিত, আমরুশ আলী, ফরিদ উদ্দিন, আব্দুল মছব্বির, ফেরদৌস মিয়া, আব্দুস শহিদ, মবুল মিয়া, মখলিছ মিয়া, মাওলানা হেলাল আহমদ, আজাদ মিয়া, সুমন মিয়া, তৈমুছ আলী, রুহান মিয়া, সুমন আহমদ, সুজন মিয়া সহ এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
সেলসম্যান নিপেশ তালুকদারের খুনিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে প্রধান অতিথি উত্তর বিশ্বনাথ ডিগ্রি কলেজের সভাপতি মোঃ ময়নুল হক তার বক্তব্যে বলেন, গত ২০ এপ্রিল পাঁচপীরের বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিাকাঘাতে নিহত ক্ষুদ্র ব্যবসায়ী নিপেশের সাথে আমাদের বাওনপুর এলাকার মানুষের ভালো একটা সম্পর্ক ছিলো। তাই আমাদের প্রবাসী ও এলাকাবাসীর পক্ষ থেকে আজ নগদ ১ লক্ষ টাকা তার পরিবারের হাতে তোলে দিলাম। ভবিষ্যতেও তার পরিবারের প্রতি আমাদের এলাকাবাসীর সহযোগিতা অব্যাহত থাকবে।
বাওনপুর এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিহত নিপেশ তালুকদারের স্ত্রী লক্ষী বলেন, স্বামীকে হাঁরিয়ে আমি খুব অসহায় হয়ে পড়েছি। আমার স্বামীর বিচারের দাবিতে প্রতিবাদ সভা আয়োজন করায় এবং আমাকে নগদ অর্থ ১লক্ষ টাকা প্রদান করায় বাওনপুর এলাকার প্রবাসী ও এলাকাবাসীর কথা আজীবন স্মরণ রাখবো। আমার স্বামীর সঠিক বিচার পেতে ভবিষ্যতেও আশা করবো এলাকাবাসী আমাকে সহযোগিতা করে যাবেন।