আজ বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে দুর্নীতি প্রতিরোধে চলচ্চিত্র প্রদর্শনীয় ও কুইজ প্রতিযোগিতা 

editor
প্রকাশিত মে ১৪, ২০২৫, ০১:২২ অপরাহ্ণ
মাদারীপুরে দুর্নীতি প্রতিরোধে চলচ্চিত্র প্রদর্শনীয় ও কুইজ প্রতিযোগিতা 

oplus_0

Sharing is caring!

রাকিব হাসান, মাদারীপুর প্রতিনিধি:

 

গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে মাদারীপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনীয় ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) সকাল সাড়ে এগারোটার দিকে সমাদ্দার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় তারা দুর্নীতি প্রতিরোধে দেশের সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানান। শিক্ষার্থীরা দুর্নীতি প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখতে পারে। তাদের ছোট থেকেই এ বিষয়ে গড়ে তুলতে হবে। দুর্নীতিকে রুখতে হলে প্রতিটি ক্ষেত্রে একযোগে গণসচেতনতা বাড়াতে হবে। আর যেখানেই দুর্নীতি, সেখানে তাকে প্রতিরোধ করার সৎ সাহসিকতার সাথে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান জেলা তথ্য অফিসার। পরে চলচ্চিত্র প্রদর্শনীয় আয়োজিত কুইজ প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এসময় জেলা তথ্য অফিসের আয়োজনে উপস্থিত ছিলেন,জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন,সহকারী তথ্য অফিসার মোঃ বেনজীর আহমেদ,সমাদ্দার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস হোসেন, শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীসহ অন্যান্যরা।