আজ শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রান্তিক মূল্যায়ন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

editor
প্রকাশিত মে ২৯, ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ণ
দক্ষিণ সুরমার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রান্তিক মূল্যায়ন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Sharing is caring!


Manual6 Ad Code
সিলেট ডেস্ক:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম প্রান্তিক মূল্যায়ন ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দক্ষিণ সুরমা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও ক্লাস্টারে দায়িত্বরত মোঃ লুৎফুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ।
জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোতাকাব্বের (ফাহাদ) ও সিনিয়র শিক্ষক বেলা রাণী বিশ্বাস এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার মোঃ রোমান মিয়া, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন, জালালপুর জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও অনলাইন চ্যানেল ভয়েস অফ ওয়াল্ড এর সাংবাদিক এস এম ফাহিম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফারজানা ইয়াসমিন। শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ কবিতা আবৃত্তি, গান ও নৃত্য প্রদর্শনী পরিবেশন করা হয়।
এসময় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী,অভিভাবকবৃন্দ এবং এলাকার শিক্ষানুরাগী ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত ব্যবস্থাপনা ও একাডেমিক কার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করে তাঁর বক্তব্য বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি শুদ্ধ উচ্চারণ, রিডিং পড়তে পারা, শুদ্ধভাবে লিখন এবং একীভূত শিখন এর উপর জোর দেওয়ার পাশাপাশি অন্যান্য সৃজনশীল কর্মকান্ড, স্কাউট ও কাবিং এর উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
পোগ্রামের শেষার্ধে অতিথিবৃন্দ ১ম প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ এর বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও বিভিন্ন পুরস্কার তুলে দেন।
Manual1 Ad Code
Manual4 Ad Code