আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় বেগম রোকেয়া ট্রাস্টের ৩০তম ঘর পেলেন বিধবা ছালেহা

editor
প্রকাশিত জুন ৫, ২০২৫, ০১:৩৭ অপরাহ্ণ
কুলাউড়ায় বেগম রোকেয়া ট্রাস্টের ৩০তম ঘর পেলেন বিধবা ছালেহা

Sharing is caring!


Manual7 Ad Code
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারের কুলাউড়ায় বেগম রোকেয়া ট্রাস্টের সহযোগিতায় হাজী রফিক ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত ৩০তম ঘর সুবিধাভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্প্রতি কুলাউড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের জয়পাশা গ্রামের বিধবা ছালেহা বেগমের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানে বেগম রোকেয়া ট্রাস্টের চেয়ারম্যান মতিউর রহমান মতই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ঘরের উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিউদ্দিন।
কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই এর পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং কুলাউড়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিশেষ অতিথি ছিলেন।
বক্তারা বলেন, অসহায় ও গৃহহীন মানুষের পাশে দাঁড়াতে হাজী রফিক ফাউন্ডেশন ও বেগম রোকেয়া ট্রাস্ট যে ভূমিকা রাখছে, তা সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
উদ্বোধন শেষে অতিথিরা নতুন ঘরপ্রাপ্ত সুবিধাভোগী পরিবারের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সুখী ও সুন্দর জীবনের কামনা করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে, যাতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষেরা মাথা গোঁজার ঠাঁই পেতে পারে।
Manual1 Ad Code
Manual5 Ad Code