আজ রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে পতাকা বৈঠক এর মাধ্যমে তিন বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ

editor
প্রকাশিত জুন ৯, ২০২৫, ০৫:২৩ অপরাহ্ণ
পীরগঞ্জে পতাকা বৈঠক এর মাধ্যমে তিন বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ

Sharing is caring!


Manual6 Ad Code
মোঃ লাতিফুর রহমান পীরগঞ্জ প্রতিনিধি:
সীমান্তে আটক  বাংলাদেশী তিন নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরাক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার (৯ জুন) সকালে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার বৈরঢূনা সীমান্তে  পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়।

Manual7 Ad Code

দুপুরে বিজিবি তাদের পীরগঞ্জ থানায় সোপর্দ করেছে। আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার বিরল উপজেলার চাপাই গ্রামের সজীব চন্দ্রের ছেলে স্বদেশ চন্দ্র(২৫) একই গ্রামের মৃত কান্দুরার ছেলে দিলীপ চন্দ্র রায় (৩৫) এবং খট শিবপুর গ্রামের বাবুল চন্দ্রের ছেলে দুর্জয় চন্দ্র চন্দ্র(২০)।

Manual4 Ad Code

বিজিবির বৈরঢূনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু বক্কর সিদ্দিক জানান, আটককৃতরা বেশ কিছুদিন ধরে ভারতে অবস্থান করছিল। সোমবার ভোরে তারা অবৈধভাবে বাংলাদেশে অনু প্রবেশের চেষ্টা করলে ভারতের বামর ক্যাম্পের বিএসএফ সদস্যেরা তাদের আটক করে।
পরে এ নিয়ে সকাল সাড়ে নটার দিকে বৈরঢূনা সীমান্তের ৩৪২ নম্বর পিলার এলাকায় বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ  ওই তিন  বাংলাদেশীকে বিজিবির  কাছে হস্তান্তর করেন।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে ওই তিন ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছে বিজিবি
Manual1 Ad Code
Manual5 Ad Code