আজ শুক্রবার, ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

editor
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ণ

Sharing is caring!

Manual7 Ad Code
সালেহ আহমদ (স’লিপক):
কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় মৌলভীবাজারে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা ২০২৪ শুরু হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামসুদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ জালাল উদ্দিন সরকার, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, সদর উপজেল কৃষি অফিসার নাগিব মাহফুজ সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
মেলা উদ্বোধন শেষে জেলা প্রশাসক সহ অন্যান্য অতিথিরা বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন। পরে সদর উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মেলায় বিভিন্ন কেটাগরিতে ৩২টি স্টল স্থান পেয়েছে। ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত সর্বস্থরের মানুষের জন্য মেলস উম্মুক্ত থাকবে।
Manual1 Ad Code
Manual8 Ad Code